পাংশায় নাট্যালোকের যাত্রা উৎসব

নাট্যালোকের ৫ দিনব্যাপী যাত্রা উৎসব। ছবি: সংগৃহীত

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নাট্য সংগঠন নাট্যালোকের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ৫ দিন ব্যাপী যাত্রা উৎসব। 

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ উৎসব শুরু হয় গত ১৯ ডিসেম্বর। প্রথম দিনের প্রযোজনা ছিল 'রক্তে কেনা স্বাধীনতা।' 

অন্য যাত্রাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-গলি থেকে রাজপথ, সিঁদুর দিয়ে কিনলাম, বিশ্বাসঘাতক এবং আনারকলি। 

১৯৭৪ সালে প্রতিষ্ঠিত 'নাট্যালোক' বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালার পাশাপাশি আধুনিক মঞ্চনাটক মঞ্চায়ন করে এলাকায় বিপুল প্রশংসা পেয়েছে। 

বাংলাদেশ টেলিভিশনের যাত্রা প্রতিযোগিতায় এবং জাতীয় নাট্যোৎসবে যোগ দিয়ে গত ৪৮ বছরে বেশ কয়েকবার বিজয়ীর সম্মান অর্জন করেছে সংগঠনটি। 

পাংশা পৌরসভা মাঠে আয়োজিত এবারের উৎসবের স্লোগান 'আমরা লড়ছি অপসংস্কৃতি, অশ্লীলতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।'

উৎসবটি উদ্বোধন করেন রাজবাড়ি ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী, পৌরসভার মেয়র ওয়াজেদ আলী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ। 

যাত্রাগুলোর নির্দেশনা দিয়েছেন মুকুল কুন্ডু ও লিটু করিম। 

নাট্যালোকের সভাপতি উত্তম কুন্ডু জানান, গত ৪৮ বছরের ধারাবাহিকতায় এ বছরও আমাদের উৎসবে প্রচুর দর্শক সমাগম হয়েছে। রাজবাড়ির বাইরে থেকেও বিভিন্ন জেলার মানুষ এ আয়োজন দেখতে এসেছেন। 

নির্দেশক লিটু করিম বলেন, 'বাংলার বিশাল ঐতিহ্যের একটি শক্তিশালী মাধ্যম যাত্রা। দুঃখজনক হলেও সত্য, দেশের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় কারণে এই ঐতিহ্য প্রায় বিলুপ্ত। আমরা শত প্রতিকূলতার মাঝেও চেষ্টা করছি যাত্রাপালাকে ধরে রাখতে।'

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Climate finance: COP29 draft proposes $250b a year

COP29 draft deal says rich nations should pay the amount to fight climate change

1h ago