প্রীতম-শেহতাজের বিয়ের ছবি

প্রীতমের পরনে ছিল সাদা শেরওয়ানি, আর শেহতাজ পরেছেন গোলাপি লেহেঙ্গা। ছবি: স্ন্যাপশট

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম আজ শুক্রবার বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। শ্রীমঙ্গলের একটি ৫ তারকা হোটেলে তাদের বিয়ে হয়। 

বিয়ের পর প্রীতম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তাদের বেশকিছু ছবি পোস্ট করেছেন। বিয়েতে প্রীতমের পরনে ছিল সাদা শেরওয়ানি আর শেহতাজ পরেছেন গোলাপি লেহেঙ্গা।

ছবি: স্ন্যাপশট

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল বৃহস্পতিবার গায়ে হলুদের মাধ্যমে প্রীতম-শেহতাজের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি ৫ তারকা হোটেলে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। ছবি: স্ন্যাপশট

প্রীতম গান ও অভিনয় ২ ক্ষেত্রেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। শেহতাজ টেলিভিশন নাটকের প্রিয়মুখ। প্রীতমের 'যাদুকর' গানের মিউজিক ভিডিওতে তাকে দেখা গিয়েছিল।

 

Comments

The Daily Star  | English

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

8h ago