নতুন অতিথি কবে আসছে, জানালেন পরীমনি

পরীমনি। ছবি: পরীমনির ফেসবুক থেকে নেওয়া

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি মা হতে যাচ্ছেন—এই খবরটি তার ভক্তরা জেনে গেছেন আগেই। এবার মা হওয়ার সম্ভাব্য তারিখ জানালেন পরীমনি।

পরীমনি বলেন, 'এই সময় সবার দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি। গত মঙ্গলবার রাজকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বলেছেন অনাগত সন্তান ও আমার শরীর ভালো আছে। ডাক্তার আরও বলেছেন, ২৮ আগস্ট সন্তান জন্ম নেওয়ার সম্ভাব্য তারিখ।'

পরীমনি ও শরিফুল রাজ। ছবি: সংগৃহীত

'নতুন অতিথির আগমন উপলক্ষে শাশুড়ি মা, খালা এবং আরও অনেকে এখন আমার বাসায়। অন্যরকম একটা আনন্দ কাজ করছে এই সময়ে', বলেন পরীমনি।

কয়েকদিন আগে পরীমনি স্বামী শরীফুল রাজকে নিয়ে ঢাকার বিভিন্ন শপিংমলে ঘুরে অনাগত সন্তানের জন্য কেনাকাটা করেছেন।

পরীমনি বলেন, 'আশীর্বাদ চাইছি। অপেক্ষা করছি নতুন অতিথির জন্য।'

Comments