ভালোবাসা দিবসে আসিফের ‘কষ্ট ভীষণ’

আসিফ আকবর। ছবি: সংগৃহীত

আসছে ভালোবাসা দিবসে গানে গানে কষ্টের কথা শোনাবেন সংগীতশিল্পী আসিফ আকবর। 

যে ভালোবাসার মানুষটিকে দেখলে হৃদয় হেসে ওঠে, সেই মানুষটি যখন কাছে টেনে যত্ন করে কাঁদিয়ে চলে যায় তখন হৃদয়ে আর বসন্ত থাকে না, ওঠে বৈশাখী ঝড়। চেনা মানুষটির এই অচেনা রূপ মেনে নেওয়া যে কতটা কষ্টের সেই কথাই উঠে এসেছে গানে। 

'কষ্ট ভীষণ' শিরোনামের গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী। গানটির সুরকার মনোয়ার হোসেন টুটুল, সঙ্গীতায়োজন করেছেন পার্থ মজুমদার। 

গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে আসিফ আকবরের সঙ্গে মডেল হয়েছেন মৌরী মাহদী।

গান প্রসঙ্গে  আসিফ আকবর বলেছেন, 'গানটিতে দর্শক-শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সাথে পার্থ দা'র সঙ্গীতায়োজন নিঃসন্দেহে ভিন্নমাত্রা দিয়েছে। আর গানের ভিডিওতে আমার আর মৌরী'র রসায়নতো আছেই। আশা করছি "কষ্ট ভীষণ" শ্রোতাদের ভ্যালেন্টাইন অন্যরকমভাবে রাঙিয়ে তুলবে।'

ভালোবাসা দিবস উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। 

Comments