৫০ বছরের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে গ্র্যামি জিতলেন বিয়ন্সে

গ্র্যামি অ্যাওয়ার্ড, টেইলর সুইফট, বিয়ন্সে, চ্যাপেল রোন, সাবরিনা কার্পেন্টার,
সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার বিজয়ী হয়েছেন বিয়ন্সে। ছবি: এএফপি

সংগীতের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হলো গ্র্যামি অ্যাওয়ার্ডস। এ বছর গ্রামির আসর বসেছিল গতকাল, সেখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

দুই বছর আগে সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার পাওয়া টেইলর সুইফট এ বছর কাউবয় কার্টারের জন্য বিয়ন্সের হাতে সেরা কান্ট্রি অ্যালবামের পুরস্কার তুলে দেন। এ বছর ১১টি মনোনয়ন পাওয়া বিয়ন্সে ৫০ বছরের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কান্ট্রি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন তিনি। পুরস্কার নেওয়ার সময় বিয়ন্সে বলেন, 'আমি বিশ্বাস করি, আমাকে দেখে অন্যরা উৎসাহী হবেন।'

এবার সেরা নবীন শিল্পীর পুরস্কার জিতেছেন চ্যাপেল রোন। তিনি বলেন, 'আমি একসময় বলেছিলাম, যদি কখনো গ্র্যামি জিততে পারি এবং সংগীতের সেরা মানুষগুলোর সামনে দাঁড়াতে পারি, তাহলে শিল্পীদের উন্নয়নে কাজ করব।'

শর্ট এন' সুইট অ্যালবামের জন্য সেরা পপ ভোকাল অ্যালবামের পুরস্কার পেয়েছেন সাবরিনা কার্পেন্টার। এখন এক নজরে দেখে নিন কারা এ বছরের গ্রামি জিতলেন।

সেরা পপ ভোকাল অ্যালবাম

পুরস্কার জিতেছে সাবরিনা কার্পেন্টার (শর্ট এন সুইট)। এছাড়া মনোনয়ন পেয়েছিলেন হিট মি হার্ড অ্যান্ড সফটের জন্য বিলি আইলিশ, এটারনাল সানশাইনের জন্য আরিয়ানা গ্রান্ডে, দ্য রাইস অ্যান্ড ফল অব এ মিডওয়েস্ট প্রিন্সেসের জন্য চ্যাপেল রোন, দ্য টরচার্ড পোয়েটস ডিপার্টমেন্টের জন্য টেইলর সুইফট।

সেরা র‌্যাপ অ্যালবাম

অ্যালিগেটর বিটস নেভার হেল অ্যালবামের জন্য পুরস্কার জিতেছেন দোয়েচি। এছাড়া মনোনয়ন পেয়েছিলেন মাইট ডিলেট লেটার অ্যালবামের জন্য জে কোল, দ্য অডিটোরিয়াম প্রধম ভলিউমের জন্য কমন অ্যান্ড পিট রক, দ্য ডেথ অব স্লিম শ্যাডির জন্য (কপ ডি গ্রেস) এমিনেম, উই ডন'ট ট্রাস্ট ইউয়ের জন্য ফিউচার অ্যান্ড মেট্রো বুমিন।

সেরা পপ (একক পারফরম্যান্স)

এসপ্রেসোর জন্য বিজয়ী হয়েছেন সাবরিনা কার্পেন্টার। এছাড়া বডিগার্ডের জন্য মনোনয়ন পেয়েছিলেন বিয়ন্সে, অ্যাপলের জন্য চার্লি এক্সসিএক্স, বার্ডস অব অ্যা ফেদারের জন্য বিলি আইলিশ এবং গুডলাক, বেব! এর জন্য চ্যাপেল রোন।

সেরা ড্যান্স/ইলেকট্রনিক মিউজিক অ্যালবাম

ব্রাটের জন্য পুরস্কার জিতেছেন চার্লি এক্সসিএক্স। এছাড়া মনোনয়ন পেয়েছিল থ্রির জন্য ফোর টেট, হাইপারড্রামার জন্য জাস্টিস, টাইমলেসের জন্য কায়ত্রানাডা, টেলোসের জন্য জেড।

সেরা রক পারফরম্যান্স

নাও অ্যান্ড দেনের জন্য পুরস্কার জিতেছে দ্য বিটলস। এছাড়া মনোনয়ন পেয়েছিল বিউটিফুল পিপসের (স্টে হাই) জন্য দ্য ব্ল্যাক কিজ, দ্য আমেরিকান ড্রিম ইজ কিলিং মির জন্য গ্রিন ডে, গিফট হরসের জন্য আইডলস, ডার্ক ম্যাটারের জন্য পার্ল জ্যাম, ব্রোকেন ম্যানের জন্য সেন্ট ভিনসেন্ট।

সেরা র‌্যাপ পারফরম্যান্স

নট লাইক আসের জন্য বিজয়ী হয়েছেন কেনড্রিক লামার। এছাড়া মনোনয়ন পেয়েছিল এনাফের (মিয়ামি) জন্য কার্ডি বি, হোয়েন দ্য সানশাইন এগেইনের জন্য কমন অ্যান্ড পিট রক ফিচারিং পডনুওস, নিসান আলটিমার জন্য দোয়েচি, হুডিনির জন্য এমিনেম, লাইক দ্যাটের জন্য ফিউচার অ্যান্ড মেট্রো বুমিন ফিচারিং কেনড্রিক লামার এবং ইয়াহ গ্লো! এর জন্য গ্লোরিলা।

সেরা র‌্যাপ গান

নট লাইন আসের জন্য বিজয়ী হয়েছেন কেনড্রিক লামার। এছাড়া মনোনয়ন পেয়েছিল, অ্যাস্ট্রোইডসের জন্য র‌্যাপসোডি ফিচারিং হিট-বয়, লাইক দ্যাটের জন্য ফিউচার অ্যান্ড মেট্রো বুমিন ফিচারিং কেনড্রিক লামার, ইয়েহ গ্লো! এর জন্য গ্লোরিলা।

সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম

অল বর্ন স্ক্রিমিংয়ের জন্য বিজয়ী হয়েছেন সেন্ট ভিনসেন্ট। এছাড়া মনোনয়ন পেয়েছিল ওয়াইল্ড গডের জন্য নিক কেভ অ্যান্ড দ্য ব্যাড সিডস, চার্মের জন্য ক্লেরো, দ্য কালেক্টিভের জন্য কিম গর্ডন, হোয়াট নাউয়ের জন্য ব্রিটানি হাওয়ার্ড।

সেরা কান্ট্রি একক পারফরম্যান্স

ইট টেকস আ ওম্যানের জন্য বিজয়ী হয়েছেন ক্রিস স্ট্যাপলটন। এছাড়া মনোনয়ন পেয়েছিলেন ১৬ ক্যারিজেসের জন্য বিয়ন্সে, আই অ্যাম নট ওকের জন্য জেলি রোল, দ্য আর্কিটেক্টের জন্য কেসি মাসগ্রেভস এ বার সঙের (টিপসি) জন্য শাবুজি।

সেরা কান্ট্রি দ্বৈত/গ্রুপ পারফরম্যান্স

বিজয়ী হয়েছে সেকেন্ড মোস্ট ওয়ান্টেডের জন্য বিয়ন্সে ফিচারিং মাইলি সাইরাস। এছাড়া মনোনয়ন পেয়েছিল কাউবয় ক্রাই টুর জন্য কেলসি বলেরিনির সঙ্গে নোয়া কাহান, ব্রেক মাইনের জন্য ব্রাদার্স ওসবর্ন, বিগার হাউসের জন্য ড্যান + শে, আই হ্যাড সাম হেল্পের জন্য পোস্ট ম্যালন ফিচারিং মরগান ওয়ালেন।

অন্যান্য পুরস্কার

সেরা মেলোডিক র‌্যাপ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ৩:এএমের জন্য রাপসোডি ফিচারিং এরিকাহ বাদু। ভন ডাচের জন্য সেরা ডান্স পপ রেকর্ডিং বিজয়ী হয়েছেন চার্লি এক্সসিএক্স। নেভারেন্ডারের জন্য সেরা ডান্স/ইলেকট্রনিক রেকর্ডিং বিজয়ী হয়েছেন জাস্টিস অ্যান্ড টেম ইম্পালা। মেড ফর মির জন্য সেরা আরঅ্যান্ডবি পারফরম্যান্স বিজয়ী হয়েছেন মুনি লং। দ্য ড্রিমারের জন্য সেরা কমেডি অ্যালবাম বিজয়ী হয়েছেন ডেভ চ্যাপেল। সেরা ফোক অ্যালবাম পুরস্কার জিতেছে গিলিয়ান ওয়েলচ ও ডেভিড রাওলিংসের উডল্যান্ড।

সেরা রক গান বিজয়ী হয়েছে সেন্ট ভিনসেন্টের ব্রোকেন ম্যান। সেরা রক অ্যালবাম হয়েছে দ্য রোলিং স্টোনসের হ্যাকনি ডায়মন্ডস। সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিজয়ী হয়েছে ম্যাট বি ফিচারিং রয়েল ফিলহারমনিক অর্কেস্ট্রার অ্যালকেবুলান সেকেন্ড। সেরা কান্ট্রি সং পুরস্কার জিতেছে  দেশের গান কেসি মাসগ্রেভসের দ্য আর্কিটেক্ট।

Comments

The Daily Star  | English
Bangladesh bank reform plan 2025

Inside the 3-year plan to fix banks

Bangladesh has committed to a sweeping overhaul of its troubled financial sector, outlining a detailed three-year roadmap as part of its latest agreement with the International Monetary Fund.

10h ago