বাংলা গান নিয়ে আন্তর্জাতিক সংগীত সম্মেলনে চিরকুট ব্যান্ডের সুমি

ছবি: সংগৃহীত

বাংলা গান নিয়ে আন্তর্জাতিক সংগীত সম্মেলন ওম্যাক্সে (ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো) চিরকুট ব্যান্ডের গীতিকার, সুরকার, সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি।

প্রতি বছর অক্টোবরে বিশ্বের বিভিন্ন দেশে আয়োজন করা হয় এই সম্মেলনের। এবার আয়োজন করা হয়েছে যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে। বিশ্বের বৃহত্তম এই সংগীত সম্মেলনে সুমি দ্বিতীয়বারের মতো অংশ নিলেন।

ম্যানচেস্টারে ২৪ থেকে ২৬ অক্টোবর আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের ২৬০ জন সংগীত শিল্পী, আড়াই হাজারের বেশি সংগীত পেশাদার অংশ নেন। এই উৎসবকে ফোক, রক, জ্যাজ মিউজিকের বৃহত্তম বাজারও বলা হয়ে থাকে।

এর আগে ২০২২ সালে পর্তুগালে অনুষ্ঠিত ওম্যাক্সে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন সুমি। এবার অংশ নিলেন প্যানেলিস্ট হিসেবে। গতকাল সম্মেলনে বিশেষজ্ঞ আলোচক হিসেবে নিজের বক্তব্য তুলে ধরেন এই শিল্পী।

শারমিন সুলতানা সুমি বলেন, 'চিরকুটের হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মিউজিককে প্রতিনিধিত্ব করেছি, এই সম্মান ও ভালোলাগা অশেষ। আমি বাংলাদেশের ব্যান্ডশিল্পের কথা যেমন তুলে ধরেছি, আমাদের ব্যান্ড যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পারফর্ম করছে, তারও উদাহরণ টেনেছি। বাংলা গানের ঐতিহ্য-দর্শন তুলে ধরেছি। এ বছরের আয়োজনটি বিশেষ, কেননা এটি এই উৎসবের তিন দশকপূর্তী উৎসব। দারুণ ভালো লাগছে বিশ্বসংগীতের নানা গুণীজনের মেলবন্ধনে এক হতে পেরে।'

নরওয়েতে আগামী ৪ নভেম্বর সংগীত বিষয়ক আরও একটি সম্মেলনে অংশ নেবেন সুমি। তার আগে যুক্তরাজ্যের ইউকে ম্যানেজমেন্ট কলেজশিক্ষার্থীদের সঙ্গে অতিথি হিসেবে একটি বিশেষ সেশনে অংশ নেবেন এই কণ্ঠশিল্পী।

Comments