‘মা লো মা’ গানটি শ্রোতাদের প্লে-লিস্টে জায়গা করে নিচ্ছে
'মা লো মা' গানটি প্রকাশের পর আলোচনা হচ্ছে চারদিকে। শ্রোতা- দর্শকরা বেশ পছন্দ করছেন গানটি। এই গানটি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের দ্বিতীয় আয়োজন।
প্রীতম হাসানের সংগীত প্রযোজনায় গানটিতে তার সঙ্গে আছেন সাগর দেওয়ান, আরিফ দেওয়ান ও 'ব্যবসার পরিস্থিতি'খ্যাত র্যাপার আলী হাসান।
গানটি দর্শকদের মন ছুঁয়ে একটু একটু করে ছড়িয়ে পড়ছে। প্রকাশের দুদিন পার হতেই ইউটিউবে ৪০ লাখ ভিউ ছাড়িয়েছে গানটির। ভিউয়ের দিক বাদ দিলে গানটির নতুন উপস্থাপনায় মুগ্ধ হচ্ছেন শ্রোতা-দর্শকরা। গানটি মিউজিক ট্রেন্ডিংয়ে এক নম্বরে আছে।
একটি গান যখন শ্রোতাদের মধ্যে ভালোলাগার সৃষ্টি করে তখন সেই গান শ্রোতাদের প্রিয় হয়ে ওঠে। 'মা লো মা' গানটির উপস্থাপনা, গায়কী, অ্যারেঞ্জমেন্ট, সেট—সবকিছু দর্শক-শ্রোতাদের আকর্ষণ করেছে। গানের র্যাপ অংশটুকুতেও রয়েছে নতুনত্ব।
ছাদ পেটানো গানের নতুন উপস্থাপনা। জীবিকার জন্য শ্রমিকরা কংক্রিটের ছাদ তৈরির সময় এ ধরনের গান গাইতেন। গানের ভিডিওতে সেই গল্পই তুলে ধরার চেষ্টা হয়েছে।
নতুন প্রজন্মের কাছে পরিচিত হচ্ছে এই গানগুলো। এমন একটি চমৎকার গানের পরিচালনা করেছেন আদনান আল রাজীব।
Comments