ওটিটিতে আসছে অপূর্বর ‘চালচিত্র’

চালচিত্র সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

'চালচিত্র' সিনেমা দিয়ে গত বছরের শেষে কলকাতায় অভিষেক হয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর। ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় প্রতিম ডি গুপ্ত পরিচালিত সিনেমাটি।

মুক্তির পর কলকাতায় বেশ আলোচিত হওয়ায় সিনেমাটির সিক্যুয়েল বানানোর খবরও দেন পরিচালক।

এবার 'চালচিত্র' সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটিতে। আগামী ৭ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছে ওটিটি প্লাটফর্ম হইচই।

'চালচিত্র' সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। রহস্য উদঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেন রহস্যময় এক পুরুষ। এই রহস্যময় চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব।

সিনেমায় আরও অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী, শান্তনু মহেশ্বরী, রাইমা সেন, অনির্বাণ চক্রবর্তী, প্রিয়া ব্যানার্জি, স্বস্তিকা দত্ত, ইন্দ্রজিৎ বোস, অনিন্দিতা বোস ও ব্রাত্য বসু।

Comments

The Daily Star  | English

68.45% students pass SSC, equivalent exams; 139,032 get GPA-5

Pass percentage drops by 14.59 points, GPA-5 drops by over 40 thousand

40m ago