নিশো-মেহজাবিনের নতুন ওয়েব ফিল্ম

নিশো ও মেহজাবিন। ছবি: সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আসছে নতুন ওয়েব ফিল্ম 'নীল জলের কাব্য'। শিহাব শাহীন পরিচালিত এবং আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী অভিনীত ওয়েব ফিল্মটি আগামী ১৬ নভেম্বর মুক্তি পাবে।

এ উপলক্ষে আইস্ক্রিন একটি পোস্টার প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, গোধূলি বেলায় সাগর পাড়ে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছেন নিশো ও মেহজাবিন।

পরিচালক শিহাব শাহীন বলেন, 'এই কনটেন্টে দর্শক চমৎকার একটি গল্প দেখতে পাবেন। তাছাড়া নিশো ও মেহজাবিন জুটির ভক্ত আছেন অনেক। তারা ছাড়াও, সাধারণ দর্শকও কনটেন্টটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।'

তিনি আরও বলেন, 'এক মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে এই কনটেন্ট। যখন কনটেন্টটির শুটিং হচ্ছিল তখনও ওটিটি এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। এরপর কোভিড আসে। চারবার শুটিং ক্যানসেল করতে হয়। পরে আইস্ক্রিনের জন্য এই ওয়েব ফিল্মটি নির্মাণ করা হয়।'

Comments

The Daily Star  | English

68.45% students pass SSC, equivalent exams; 139,032 get GPA-5

Pass percentage drops by 14.59 points, GPA-5 drops by over 40 thousand

34m ago