ভাইরাস: ভিন্নধর্মী গল্পের অন্যরকম উপস্থাপন

ছবি: সংগৃহীত

নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন 'দেবী'খ্যাত পরিচালক অনম বিশ্বাস। 'ভাইরার' নামের এই সিরিজটি শিগগিরই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন তারিক আনাম খান, শ্যামল মাওলা, শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু, গোলাম ফরিদা ছন্দা, ক্রিস্টানো তন্ময়, মারশিয়া শাওন ও টুপুরসহ অনেকেই।

ওয়েব সিরিজটি নিয়ে পরিচালক অনম বিশ্বাস বলেন, 'ডিজিটাল সময়ের ভাত খাওয়া মানুষদের জন্য এমন একটা গল্প বলতে চেয়েছি, যেটা তাদেরকে একটু হলেও ভাবায়। এই সিরিজে পর্বে পর্বে আপনাদের জন্য বিভিন্ন মজা রাখা হয়েছে।'

শ্যামল মাওলা বলেন, 'ভাইরাসে কাজ করার মূলে হলো পরিচালক। তার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। আর সেই সঙ্গে এখানে আমার চরিত্রটাও একদম ভিন্ন। দর্শক দেখলেই বুঝতে পারবে যে গল্পটা একটু অন্যরকম। যারা ভিন্নতা পছন্দ করেন, তাদের ভালো লাগবে আশা করছি।'

তারিক আনাম খান বলেন, 'ভাইরাস এই সময়ের গল্পের অন্যরকম এক উপস্থাপন। এরকম এনার্জিটিক পরিচালক ও টিমের সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। দর্শকের জন্য কনটেন্টটা উপভোগ্য হবে।'

Comments

The Daily Star  | English

68.45% students pass SSC, equivalent exams; 139,032 get GPA-5

Pass percentage drops by 14.59 points, GPA-5 drops by over 40 thousand

34m ago