ফ্লোর প্রাইস প্রত্যাহার: কমল শেয়ারের দাম

ফ্লোর প্রাইস
ছবি: সংগৃহীত

বহুল আলোচিত ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর প্রথম কার্যদিবসে পুঁজিবাজার শুরুর এক ঘণ্টার মধ্যে দেশের প্রধান পুঁজিবাজারে সূচক দুই শতাংশের বেশি কমে যায়।

আজ রোববার সকাল সোয়া ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক ডিএসইএক্স ১৪৬ পয়েন্ট বা দুই দশমিক ৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১৯০ পয়েন্ট।

একই সময়ে ব্লু চিপ সূচক ডিএস৩০ ১১ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ১১৮-তে।

এই সময় পর্যন্ত ২৪টির শেয়ার দাম বেড়েছে, ৩১৯টি কমেছে ও ২২টির দাম অপরিবর্তিত আছে।

ডিএসইতে টার্নওভার ছিল ২৪১ কোটি টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই অবস্থা দেখা গেছে।

বন্দর নগরীর স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই কমেছে ৩৯৩ পয়েন্ট বা দুই শতাংশ।

Comments

The Daily Star  | English

Nation mourns lost children

The death toll from the jet crash at Milestone School and College rose to 32 yesterday, as the nation reeled from shock and grief following the country’s deadliest aviation tragedy in years.

7h ago