দেশে বেকারত্বের হার বেড়ে ৪.৬৩ শতাংশ

প্রতীকী ছবি। সংগৃহীত

দেশে কর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপের তথ্য অনুযায়ী চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) দেশে বেকারত্বের হার বেড়ে ৪ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, আগের অর্থবছরের একই সময়ে বেকারত্বের হার ছিল ৩ দশমিক ৯৫ শতাংশ।

২০২৪-২৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে (প্রথম প্রান্তিক) বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৪৯ শতাংশ। শেখ হাসিনা সরকারের পতনের পর গণঅভ্যুত্থান এবং পরবর্তীতে ঢাকার প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষের কারণে ওই সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় স্থবির হয়ে পড়েছিল।

তথ্য অনুযায়ী, বেকারের সংখ্যা ২০২৩ সালে ২৫ লাখ ৫০ হাজার থেকে বেড়ে ২০২৪ সালে ২৭ লাখে পৌঁছেছে।

গত বছর সামগ্রিক বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৪৮ শতাংশ, যা ২০২৩ সালে ছিল ৪ দশমিক ১৫ শতাংশ।

সর্বশেষ জরিপে আরও দেখায় যে, ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে এবং পুরো বছর জুড়েই শ্রমশক্তিতে অংশগ্রহণের হার কমেছে, এর প্রধান কারণ ছিল কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ হ্রাস।

২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার আগের বছরের একই সময়ের ৫০ দশমিক ২৭ শতাংশ থেকে কমে ৪৮ দশমিক ৪১ শতাংশ হয়েছে।

পুরো বছর ধরে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ছিল ৪৯ দশমিক ৪৯ শতাংশ, যা ২০২৩ সালে ছিল ৫০ দশমিক ৯২ শতাংশ।

বিবিএস-এর তথ্যমতে, গত বছর চতুর্থ প্রান্তিকে ৫ কোটি ৮৯ লাখ ৩০ হাজার শ্রমশক্তির মধ্যে ৫ কোটি ৬২ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় কম।

Comments

The Daily Star  | English

NBR stalemate deepens as officials resume protests

With this, the demonstration entered its sixth day, hampering trade, business operations and revenue-related activities

16m ago