মোটরসাইকেল, ফ্রিজ, এসি উৎপাদনকারীদের আয়কর দ্বিগুণ করছে এনবিআর
২০২৫-২৬ অর্থবছর থেকে ফ্রিজার, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, এয়ার কন্ডিশনার (এসি) ও কম্প্রেসার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর করপোরেট আয়কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে কর কর্তৃপক্ষ বলেছে, এসব ইলেকট্রনিক যন্ত্রপাতি ও মোটরসাইকেল উৎপাদনকারীদের ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত সংশোধিত হারে কর পরিশোধ করতে হবে।
সরকার যখন রাজস্ব আদায় বাড়ানো, রাজস্ব সক্ষমতা বাড়ানো এবং ব্যয় নির্বাহের জন্য দেশি-বিদেশি উৎস থেকে ঋণের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে তখন এ সিদ্ধান্ত এলো।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের যে ঋণের শর্ত দিয়েছিল, এনবিআরের এই সিদ্ধান্ত সেই শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
Comments