এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

সাইফুল আলম, এস আলম, জাতীয় রাজস্ব বোর্ড,
ফারজানা পারভীন ও সাইফুল আলম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুল আলম (এস আলম) ও তার পরিবারের সদস্যদের হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোর কাছে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ডের তথ্য চেয়ে গত ১৪ আগস্ট ৯১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-১৫।

আজ বৃহস্পতিবার কর অঞ্চল-১৫ এর কর কমিশনার আহসান হাবিব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আয়কর আইন-২০২৩ এর ২০০ ধারার আওতায় যত দ্রুত সম্ভব সব তথ্য চেয়েছে এনবিআর।

চিঠিতে এস আলম, তার স্ত্রী ফারজানা পারভীন, মা চেমন আরা বেগম ও ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাবের বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে।

এছাড়া এস আলমের ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে বা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।

১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের এক সপ্তাহের বেশি সময় পর এনবিআরের ফিল্ড অফিস এ উদ্যোগ নিলো।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

4h ago