গাবতলীতে পাইকারি ফুলের বাজার

ফুল রপ্তানি করে ৫০০ মিলিয়ন ডলার আয় সম্ভব: কৃষিমন্ত্রী

ফুলের বাজার
সাভারের শ্যামপুরে গোলাপগ্রাম। ছবি: আকলাকুর রহমান আকাশ/স্টার ফাইল ফটো

দেশের ফুল রপ্তানি করে ৫০০ মিলিয়ন ডলার আয় করা সম্ভব বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের কাছে বেড়িবাঁধে কৃষি বিপণন অধিদপ্তরের পাইকারি ফুলের আধুনিক বাজার ও প্রসেসিং সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কৃষিমন্ত্রী বলেন, 'ফুল খুবই সম্ভাবনাময় ফসল। এখন দেশে বাণিজ্যিক ভিত্তিতে ফুলের চাষ বাড়ছে। দেশে ও আন্তর্জাতিক বাজারে চাহিদাও বাড়ছে।'

'সারা বিশ্বে ৩৬ বিলিয়ন ডলারের ফুলের বাজার আছে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'এর মধ্যে ৫০০ মিলিয়ন ডলারের বাজার ধরার মতো আমাদের সুযোগ আছে। সে সুযোগকে কাজে লাগাতে হবে।'

তার ভাষ্য, 'আমাদের অর্থনীতি সামনে আরও বিকশিত হবে। সেখানে ফুল বিরাট ভূমিকা রাখতে পারবে। সেজন্য, ফুলের উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং এর ব্যাপক সম্প্রসারণ করতে হবে।'

তিনি সেসময় বিজ্ঞানী ও উদ্যানতত্ত্ববিদদের দ্রুত ফুলের আধুনিক জাত ও প্রযুক্তি উদ্ভাবনের নির্দেশ দেন।

পাইকারি ফুলের বাজারকে কৃষি বিপণনের ক্ষেত্রে মাইলফলক হিসেবে মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, 'এই বাজারকে আধুনিক ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। কোনো রকমের অব্যবস্থাপনা যাতে না হয়, সেদিকে কঠোরভাবে খেয়াল রাখতে হবে।'

এ ছাড়াও, টাকা পাচাররোধে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, 'এই মুহূর্তে দেশে ডলারের কিছু ঘাটতি চলছে। এই ঘাটতির পিছনে একদিকে আছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি। অন্যদিকে আছে দেশের ভূমিদস্যু, কিছু ব্যবসায়ী ও চাকরিজীবী—যারা অর্থপাচারের মাধ্যমে দুবাই, কানাডা, মালয়েশিয়ায় বাড়ি কিনেছেন ও সম্পদের মালিক হয়েছেন।'

তিনি আরও বলেন, 'ভূমিদস্যু, কিছু ব্যবসায়ী ও চাকরিজীবী অর্থপাচার করে দিনে দুপুরেই দেশটাকে ডাকাতি করছে। এদেরকে রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এদেরকে মোকাবেলা করা খুবই কঠিন। দেশীয় ও আন্তর্জাতিক চক্র এর সঙ্গে জড়িত। সেজন্য, যারা অর্থ পাচার করে, সম্পদ লুটে বিদেশে নিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চায়, তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। এদের হাত থেকে জাতিকে মুক্ত করতে হবে।'

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি সভাপতি বাবুল প্রসাদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ফুল ব্যবসায়ীরা জানান, বর্তমানে দেশে দেড় হাজার কোটি টাকার ফুলের বাজার আছে। এখানে ১৫ লাখ মানুষ নিয়োজিত। কিন্তু, দেশে কোনো ফুলের বাজার ছিল না।

কৃষি বিপণন অধিদপ্তর নির্মিত এই পাইকারি বাজারে ব্যবসায়ীরা আধুনিক সব সুবিধা পাবেন ও ফুল প্রসেসিং করে বিদেশে পাঠাতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Rally begins near Jamuna demanding ban on Awami League

The demonstration follows a sit-in that began around 10:00pm last night in front of the Chief Adviser's residence

34m ago