ট্যানারি মালিকরা ঠকালে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেবো: বাণিজ্যমন্ত্রী

টিপু মুনশি
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

ট্যানারি মালিকরা দাম কম দিতে চাইলে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেবেন বলে হুঁশিয়ারি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ বুধবার দুপুরে রংপুর নগরীর সাগরপাড়ায় নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, 'ট্যানারির মালিকরা...চামড়া নষ্ট হয়ে যাক তা তারা বলে না। চামড়া নষ্ট হয়ে গেলে তাদের ট্যানারি চলবে কেমন করে! কিন্তু তারা সুযোগটা নিতে চায় যেন দামে তারা কম নিতে পারে।'

'আমি (ট্যানারি) মালিকদেরও বলেছি, আপনারা যদি দাম কম দেন, মানুষকে ঠকান তাহলে কিন্তু আমি কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দিয়ে দেবো,' বলেন তিনি।

টিপু মুনশি বলেন, 'সরকার ট্যানারি মালিকদের সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছে। এ জন্য বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন একসঙ্গে কাজ করছে। চামড়ার দাম যাতে নির্ধারিত দামের চেয়ে সাধারণ মানুষ কম না পায় সে জন্য সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে। মৌসুমি ব্যবসায়ীরা লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করলে সিন্ডিকেট হস্তক্ষেপ করতে পারবে না।'

চামড়ার ন্যায্য মূল্য পেতে লবণ দিয়ে ৭-৮ দিন সংরক্ষণের পরামর্শ দেন তিনি। টিপু মুনশি বলেন, 'চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে আমরা ঢাকায় ১ সপ্তাহ চামড়া ঢোকা বন্ধ করে দিয়েছি।'

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে সরকার কাজ করছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, 'ওভারঅল জিনিসপত্রের দাম বেড়েছে কিছুটা বৈশ্বিক কারণে, কিছুটা সুবিধাভোগী ব্যবসায়ীদের কারণে। সরকার জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে।'

'সবজির যে দাম বেড়েছে, তা কমে আসবে। কোরবানির পশু পরিবহনের কারণে সবজি পরিবহনে সমস্যা হচ্ছে, যার কারণে দাম বেড়েছে। এই সংকট কেটে যাবে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Crimes against humanity: trial against Hasina begins at ICT

Co-accused in the case are former home minister Asaduzzaman Khan Kamal and former IGP Abdullah Al-Mamun

34m ago