পেঁয়াজ মজুত করে বাজার অস্থিতিশীল করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

রাজধানীর বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

পর্যাপ্ত উৎপাদন হলেও বেশি মুনাফার আশায় পেঁয়াজ মজুত করে বাজার অস্থিতিশীল করা হয়েছে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানিয়েছেন, দাম কমিয়ে আনতে পেঁয়াজ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

আজ রোববার রাজধানীর বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, 'আমাদের দেশে পেঁয়াজ উৎপাদন পর্যাপ্ত হয়েছে। কিন্তু বেশি মুনাফার আশায় পেঁয়াজ মজুত রেখে সংকট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করা হয়েছে। ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম কয়েকদিনের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে। বর্তমান বাজার বিবেচনায় আমরা পেঁয়াজ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয়কে অবহিত করেছি।

'ইমপোর্ট পারমিট বা আইপি যেহেতু কৃষি মন্ত্রণালয় দিয়ে থাকে, তাই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বলা হয়েছে। বাজার পর্যবেক্ষণ করে তারা এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত দেবে বলে আমাদের জানিয়েছে।'

টিপু মুনশি আরও বলেন, 'দেশের কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্য মূল্য পান সেজন্য মূলত ইমপোর্ট পারমিট বন্ধ রাখা হয়েছে। এখন যেহেতু ভোক্তাদের বাজারে গিয়ে পেঁয়াজ কিনতে হিমশিম খেতে হচ্ছে, তাই আমদানি করা ছাড়া উপায় নেই।'

পেঁয়াজ আমদানির পর বাজারে 'স্থিতিশীলতা' আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের দিয়ে বাজার মনিটরিং করা হচ্ছে। নির্ধারিত দামে বাজারে চিনি বিক্রি করছে কিনা তা পর্যবেক্ষণেও মনিটরিং করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Police struggling to get back on their feet

In the beginning of the year, the police were accused of being a tool implementing “Sheikh Hasina’s engineered election”, then they became the heavy hand attempting to crush the mass uprising. Days after Hasina’s ouster, the force appeared to have disintegrated. And now, they are trying to gain public trust in combating crime.

10h ago