অর্থনীতি

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় ১ মাস বাড়তে পারে

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১ মাস বাড়ানো হতে পারে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা জানিয়েছেন।
ছবি: সংগৃহীত

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ১ মাস বাড়ানো হতে পারে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা জানিয়েছেন।

বিভিন্ন মহল থেকে সময়সীমা বাড়ানোর দাবি ওঠায় এমন সিদ্ধান্ত আসতে পারে বলে আজ মঙ্গলবার কর্মকর্তারা জানান।

এনবিআর চেয়ারম্যানের কাছে আজ এ বিষয়ে একটি চিঠি দিয়েছে এফবিসিআই। সম্প্রতি অর্থনৈতিক মন্দার কারণে অনেকেই আয়কর জমা দিতে পারছে না উল্লেখ করে মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছে এফবিসিসিআই।

করদাতাদের সেবা গ্রহণ ও রিটার্ন দাখিলের সুবিধার্থে গত ১ নভেম্বর থেকে শুরু হয় করসেবা মাস। সেদিন থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত এনবিআরে জরিমানা ছাড়াই আয় ও সম্পদের বিবরণী জমা দেওয়ার কথা।

কর্মকর্তারা জানান, এ সময়সীমা বাড়িয়ে আগামীকাল কর প্রশাসন বিজ্ঞপ্তি জারি করতে পারে। 

এনবিআর সূত্র জানায়, গত ১ জুলাই থেকে গতকাল ২৮ নভেম্বর পর্যন্ত ২০ লাখের বেশি ট্যাক্স রিটার্ন জমা পড়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ বেশি।

বর্তমানে দেশে ৮২ লাখের বেশি নিবন্ধিত করদাতা আছেন। এনবিআরের আশা, আয়কর জমা দেওয়ার সংখ্যা বাড়বে। কারণ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকার বেশি ঋণ নেওয়াসহ ৩৮টি সেবা নিতে এখন আয়কর রিটার্নের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

 

Comments