রপ্তানিকারকদের ডলার হাতে রাখার নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
রপ্তানিকারকরা এখন থেকে রপ্তানি আয়ের মূল্য সংযোজন অংশের মার্কিন ডলার ১৫ দিনের পরিবর্তে ৩০ দিন হাতে রাখতে পারবেন।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক নোটিশে এ তথ্য জানা গেছে। এতে রপ্তানিকারকদের হাতে ডলার রাখার ক্ষেত্রে কিছুটা শিথিলতা এলো।
মূল্য সংযোজন অংশ হলো পণ্য রপ্তানির বিল পেলে আমদানির ঋণপত্রের (এলসি) মূল্য পরিশোধের পর যে অর্থ থেকে যায়।
এর আগে আগস্টের শুরুতে দেশে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে রপ্তানিকারকদের মূল্য সংযোজন অংশের ডলার ১৫ দিনের বেশি না রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, বাজারের অস্থিতিশীলতা কিছুটা কমায় রপ্তানিকারকদের জন্য ডলার হাতে রাখার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ সিদ্ধান্ত রপ্তানিকারকদের ডলার ও টাকার বিনিময় হারের ওঠানামা সামাল দিতেও সাহায্য করবে বলে জানান তিনি।
এছাড়াও, রপ্তানিকারকদের আমদানি বিল বা রপ্তানি উন্নয়ন তহবিলের দায় নিষ্পত্তির জন্য রপ্তানি আয়ের মূল্য সংযোজন অংশ অন্য ব্যাংকে স্থানান্তরের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Comments