গ্যাসের দাম কমানো ও সুতা আমদানিতে নিষেধাজ্ঞা চান বস্ত্রকল মালিকরা

গ্যাসের দাম ৩১ টাকা থেকে কমিয়ে ২০ টাকার নিচে নামিয়ে আনা ও স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের দাবি জানিয়েছেন বস্ত্রকল মালিকরা।
কারখানার মালিকরা বলছেন, গ্যাসের চাপ কম থাকায় তারা সক্ষমতার অর্ধেক কাজ করছেন। পাশাপাশি, ভারত থেকে আমদানি করা কম দামের সুতার সঙ্গে প্রতিযোগিতা করতে হিমশিম খাচ্ছেন তারা।
আজ সোমবার রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
এমন পরিস্থিতিতে ব্যবসা চালাতে না পারায় কারখানার চাবি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে জমা দিতে পারেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
Comments