পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ১১ সংগঠনের
পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি জানিয়েছে জাতীয় পর্যায়ের ১১টি গার্মেন্ট শ্রমিক সংগঠনের জোট 'মজুরি বৃদ্ধিতে গার্মেন্টস শ্রমিক আন্দোলন'।
গতকাল মজুরি বোডের্র মেয়াদ শেষ হলেও পোশাক শ্রমিকের মজুরি প্রস্তাব না করে, সময় বাড়িয়ে নেওয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে নেতাকর্মীরা এ দাবি জানান।
তারা ২৫ হাজার টাকা মজুরি, ৬৫ শতাংশ বেসিক, ১০ শতাংশ ইনক্রিমেন্ট ও পঞ্চম গ্রেডের দাবি জানিয়েছেন।
সমাবেশ থেকে আগামী ১১ থেকে ২১ অক্টোবর সারা দেশে শ্রমিকাঞ্চলে সভা-সমাবেশ ও প্রচারণা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, গতকাল ৯ অক্টোবর মজুরি বোর্ডের ছয় মাসের মেয়াদ শেষ হয়েছে। কোনো রকম প্রস্তাব ছাড়াই তিনটি নিস্ফল বৈঠক করে ৪০ লাখ শ্রমিককে নিরাশ করেছে বোর্ড। আইনের সুবিধা নিয়ে তারা আবারও সময় বাড়িয়েছে। এই কালক্ষেপণ শ্রমিকদের জীবনের সঙ্গে নিষ্ঠুর পরিহাস।
Comments