পদত্যাগ করলেন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ

বেসিস, রাসেল টি আহমেদ, গণআন্দোলন, তথ্যপ্রযুক্তি খাত,
রাসেল টি আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহমেদ 'নিজের ও পরিবারের নিরাপত্তার' কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

গত ৫ আগস্ট গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর রাসেল টি আহমেদসহ তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এরপর তিনি পদত্যাগ করলেন।

রাসেল টি আহমেদ ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে ২০২৪-২৬ মেয়াদে পুনরায় বেসিসের সভাপতি নির্বাচিত হন।

পদত্যাগপত্রে তিনি লিখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন অভিযোগ এবং তার ও সন্তানদের বিরুদ্ধে সরাসরি হুমকিসহ সাম্প্রতিক ঘটনাবলী তাকে পদত্যাগে প্ররোচিত করেছে। এই উদ্বেগজনক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত কারণে পদত্যাগ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। 

সূত্র জানায়, বেসিসের কার্যনির্বাহী কমিটির আরও সদস্য পদত্যাগ করতে পারেন।

Comments