ভাড়ায় চলা গাড়ির দখলে সড়ক

অবৈধ পার্কিং

নারায়ণগঞ্জের ভুলতা ইন্টারসেকশন এলাকার পাশের সড়ক যেন গাড়ির স্ট্যান্ড! সড়কের অর্ধেক অংশে অবৈধভাবে ভাড়ায় চলা গাড়ি দাঁড় করিয়ে রাখায় ব্যাহত হচ্ছে যান চলাচল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত থাকলেও তারা এই যানবাহন সারাতে কোনো উদ্যোগ নিচ্ছে না। ফলে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ছবিটি গতকাল তুলেছেন আনিসুর রহমান

Comments