ডিমের দাম কমছে শ্রীলঙ্কায়

ফাইল ফটো

আগামী সোমবার থেকে ডিমপ্রতি ৫ রুপি দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। শুক্রবার কস্ট অব লিভিং কমিটি এবং কনজ্যুমার অ্যাফেয়ার্স অথরিটির (সিএএ) সঙ্গে বৈঠকের পর অল আইল্যান্ড পোল্ট্রি অ্যাসোসিয়েশন অব শ্রীলঙ্কা (এআইপিএএসএল) এই সিদ্ধান্ত নিয়েছে।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী একটি লাল ডিম ৬১ রুপি থেকে কমে ৫৫ রুপিতে বিক্রি হবে এবং একটি সাদা ডিম দাম ৬০ রুপি থেকে কমে ৫৫ রুপিতে বিক্রি হবে।

অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানান, স্থানীয় বাজারে ডিমের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কস্ট অব লিভিং কমিটি, সিএএ এবং পোল্ট্রি অ্যাসোসিয়েশনসহ আরও বেশ কয়েকটি সংস্থা এই বৈঠকে ডাকে। আলোচনার সময় সিএএ ঘোষণা করে যে, তারা ডিমের নিয়ন্ত্রণ মূল্য আরোপ করবে।

পোল্ট্রি অ্যাসোসিয়েশন ডিম উৎপাদনের খরচের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জানায় মুরগিকে খাওয়ানো শস্যের বাজার মূল্য, ভিটামিন এবং ওষুধের দাম প্রায় ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সংগঠনটি বলেছে, পোল্ট্রি ফিডের অসহনীয় খরচের কারণে ৬০ শতাংশ পোল্ট্রি ফার্ম ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। ডিম উৎপাদনের জন্য উপকরণের খরচ বৃদ্ধির কারণে বাকি খামারগুলিও বন্ধ হয়ে যাবে।

তারা বলেন, এ বছরের শেষ পর্যন্ত এ অবস্থা চলতে থাকলে স্থানীয় বাজারে একটি ডিমের দাম ৭৫ রুপি পর্যন্ত হবে। যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। তখন স্থানীয় চাহিদা মেটাতে সরকারকে ডিম আমদানি করতে হবে।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

5h ago