এইচঅ্যান্ডএমের মুনাফা বাড়িয়েছে সামার কালেকশন

এইচঅ্যান্ডএম
স্টকহোমে সংবাদ সম্মেলনে এইচএন্ডএমের প্রধান নির্বাহী হেলেনা হেলমারসন (ডানে)। ছবি: রয়টার্স

বৈশ্বিক উষ্ণতার কারণে শীতপ্রধান ইউরোপে তাপপ্রবাহ চলায় ক্রেতারা ঝুঁকেছেন বিশ্বের অন্যতম শীর্ষ তৈরি পোশাক প্রতিষ্ঠান এইচএন্ডএমের সামার কালেকশনের দিকে।

প্রতিষ্ঠানটির গ্রীষ্মকালীন পোশাক চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এনে দিয়েছে বাড়তি বাজার ও মুনাফা।

সম্প্রতি, বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, এইচএন্ডএম সদ্য শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকে মুনাফা করেছে ৮ দশমিক ২ শতাংশ, যা প্রত্যাশার চেয়ে বেশি। যদিও গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটি মুনাফা করেছিল ৯ দশমিক ২ শতাংশ।

এতে আরও বলা হয়, ২০২৪ সালে প্রতিষ্ঠানটি ১০ শতাংশ মুনাফার আশা করছে।

গত ১ থেকে ২৭ জুন এইচএন্ডএমের বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১০ শতাংশ। মেয়েদের পোশাক বেশি বিক্রি হওয়ায় মুনাফা বেড়েছে।

প্রতিষ্ঠানটি আশা করছে সদ্য শুরু হওয়া তৃতীয় প্রান্তিকে তারা আরও ভালো মুনাফা পাবে।

এইচএন্ডএমের প্রধান নির্বাহী হেলেনা হেলমারসন গণমাধ্যমকে বলেন, উত্তর ইউরোপে চলমান তাপপ্রবাহের কারণে ক্রেতারা তাদের সামার কালেকশনের দিকে বেশি ঝুঁকছেন।

প্রতিষ্ঠানটির অভিযোগ কাঁচামালের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি পণ্য পরিবহনের খরচ বেড়ে গিয়েছে। এ ছাড়াও আছে মূল্যস্ফীতির খড়গ। এসব কারণে প্রতিষ্ঠানটির পণ্যের দাম তুলনামূলক হারে কমানো হয়েছে।

হেলনা বলেন, 'প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যের দাম কমানো হচ্ছে। তবে আমরা ২০২৪ সালের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে চাই।'

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বৃহস্পতিবার এইচএন্ডএমের শেয়ারের দাম ১৭ শতাংশের বেশি বেড়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh at a historic crossroads: Dr Kamal Hossain

Eminent jurist Dr Kamal Hossain today said Bangladesh stands at a turning point of history following recent mass uprisings

7m ago