এবার আটা, ময়দা ও সুজি রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করল ভারত

ছবি: রয়টার্স

৪ মাস আগে গম রপ্তানি নিষিদ্ধ করার পর এবার অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধির লাগাম টানতে গমের আটা, ময়দা ও সুজি রপ্তানির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ভারত।

গতকাল শনিবার রাতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি)। তবে কিছু ক্ষেত্রে সরকারের অনুমোদন সাপেক্ষে এই পণ্যগুলো রপ্তানির অনুমোদন দেওয়া হবে বলে ডিজিএফটির প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কিছুদিন আগে মন্ত্রিসভার নেওয়া এই সিদ্ধান্তের কথা উল্লেখ করে ডিজিএফটি বলছে, 'রপ্তানি নীতিতে পরিবর্তন এনে এসব পণ্য (আটা, ময়দা ও সুজি) রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে।'

গত ২৫ আগস্ট ভারতের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠক থেকে এই সিদ্ধান্ত আসে।

ভারতের অভ্যন্তরীণ বাজারে গমের দামও বেড়েছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গত মে মাসে গম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার। এ সময়ে বাইরের দেশগুলোতে গমের আটার চাহিদা তীব্রভাবে বাড়তে তাকে।

গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের এপ্রিল-জুলাই মাসে ভারত থেকে গমের আটা রপ্তানি ২০০ শতাংশ বেড়েছে। এতে দেশের বাজারে পণ্যটির দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

২০২১-২২ অর্থবছরে ভারত ২৪৬ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের গমের আটা রপ্তানি করে। বিপরীতে কেবল চলতি অর্থবছরের এপ্রিল-জুন মাসেই ভারত থেকে প্রায় ১২৮ মিলিয়ন ডলার সমমূল্যের আটা রপ্তানি হয়েছে।

ভারতের ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২২ আগস্ট পর্যন্ত দেশটিতে প্রতি কেজি আটার খুচরা মূল্য ২২ শতাংশের বেশি বেড়ে ৩১ টাকা ৪ পয়সা হয়েছে। আগের বছর একই সময়ে এর দাম ছিল ২৫ টাকা ৪১ পয়সা।

এছাড়া একই সময়ে ময়দার গড় খুচরা মূল্য ১৭ শতাংশের বেশি বেড়ে ৩৫ টাকা ১৭ পয়সা হয়েছে। আগের এটি ছিল ৩০ টাকা ৪ পয়সা।

Comments

The Daily Star  | English

Torch procession at DU demanding justice for JCD leader Shammo

The procession, under the banner of "Students Against Terrorism", began around 8:20pm

Now