শুরু হলো টেক্সটাইল ট্যালেন্ট হান্টের অষ্টম আসর
টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের উদ্যোগে 'টেক্সটাইল ট্যালেন্ট হান্ট' শীর্ষক ট্যালেন্ট গ্রুমিং প্রতিযোগিতার অষ্টম আসর শুরু হয়েছে।
আয়োজকরা আশা করছেন, এবারের প্রতিযোগিতায় ২ হাজারেরও বেশি আবেদনকারী অংশ নেবেন।
টেক্সটাইল টুডে ইনোভেশন হাব জানিয়েছে, অংশগ্রহণকারীদের মধ্য থেকে এবারের আসরে ১০০ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে এবং তাদের ইনোভেশন মাস্টারমাইন্ড বলা হবে।
বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অষ্টম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হাসান বলেন, একবিংশ শতাব্দীতে উদ্ভাবন ও স্থায়িত্ব ঐচ্ছিক বিষয় নয়। এখন উদ্ভাবনী পণ্যে শিল্পের ক্রমাগত বিকশিত হওয়া প্রয়োজন।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাংলাদেশের পোশাক শিল্পের জন্য ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ।
টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের প্রতিষ্ঠাতা ও সিইও তারেক আমিন বলেন, টেক্সটাইল ট্যালেন্ট হান্ট গত মৌসুমে সঠিক প্রতিভা বের করতে সফল হয়েছিল।
Comments