বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ল

সয়াবিন তেলের দাম বৃদ্ধি
স্টার ফাইল ফটো

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়িয়েছে সরকার। 

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে ভোজ্যতেল আমদানি-সরবরাহসহ সার্বিক বিষয়ে পর্যালোচনা সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে সচিবালয়ে তেলের দাম নিয়ে ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলন, 'দেশের রাজস্ব আয় বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার জন্য এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটা সাময়িক সিদ্ধান্ত।'

এর আগে, গত ১৩ এপ্রিল রাতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক নোটিশ দিয়ে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়।

চলতি বছরের ৩১ মার্চ ভ্যাট হ্রাস সুবিধার মেয়াদ শেষ হওয়ায় সয়াবিন তেলের দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিল সংগঠনটি।

জাতীয় রাজস্ব বোর্ড এর আগে আমদানি পর্যায়ে ভ্যাট কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনে এবং অভ্যন্তরীণ উৎপাদন ও লেনদেনের ওপর পরোক্ষ কর পরিশোধে অব্যাহতি দিয়েছিল।

হ্রাস করা ভ্যাটহারের মেয়াদ শেষ হওয়ার পর স্ট্যান্ডার্ড ১৫ শতাংশ ভ্যাট পুর্নআরোপ করা হয়।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা ২৪ লাখ টন এবং আমদানির মাধ্যমে প্রায় ৯০ শতাংশ পূরণ করা হয়।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

1h ago