ই-সিগারেট আমদানি নিষিদ্ধ

ছবি: রয়টার্স

জনস্বাস্থ্য রক্ষায় ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম আমদানি নিষিদ্ধ করেছে সরকার।

বাণিজ্য মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করে বলেছে, আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ এর আওতায় নিষিদ্ধ পণ্যের তালিকায় ই-সিগারেট যুক্ত করা হয়েছে।

এ নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করার জন্য সব ই-সিগারেট সম্পর্কিত পণ্য আমদানি সীমাবদ্ধ করার জন্য প্রায় এক মাস আগে নেওয়া একটি সরকারি উদ্যোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।
 

Comments

The Daily Star  | English

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

9h ago