আবার লাখ টাকার নিচে নামল স্বর্ণের ভরি
দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। আগামীকাল থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে ৯৯ হাজার ৯৬০ টাকা, যা আজ পর্যন্ত ছিল ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা।
আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক মাসের বেশি সময় ধরে প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ টাকার ওপরে থাকার পর আগামীকাল থেকে দাম কিছুটা কমবে।
স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দর কমায় দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি। তবে, রূপার দাম অপরিবর্তিত থাকবে।
এর আগে, গত ২০ জুলাই দেশে প্রথমবারের মতো স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ ৭৭৬ টাকায় পৌঁছায়। তার এক সপ্তাহ পর বাজুস দাম কমানোয় অল্প দিনের জন্য প্রতি স্বর্ণের দাম ভরি এক লাখ টাকার নিচে নামে।
Comments