ভারতীয় পেঁয়াজে শুল্ক আরোপের ঘোষণায় দাম বেড়েছে বাংলাদেশে
ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পরপরই বাংলাদেশেও এর দাম বেড়ে গেছে।
শুল্ক আরোপ করার পর নতুন দামে পেঁয়াজ আমদানি শুরু না হলেও যশোরাঞ্চলে ১ দিনের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা।
যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান মনে করেন, 'আমাদের দেশের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছে। ৪০ শতাংশ শুল্কসহ এলসি করা পেঁয়াজ এখনো দেশে আসেনি, কিন্তু ব্যবসায়ীরা এই ঘোষণার পরই দেশের বাজারে দাম বাড়িয়েছেন।'
সিন্ডিকেট করে দাম বাড়ানোর অভিযোগ করা হলেও ব্যবসায়ীদের দাবি, বাজারে সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম বাড়ছে।
বেনাপোল বন্দরের পরিচালক আ. জলিল জানান, আজ বন্দর দিয়ে ২৬ মেট্রিক টন পেয়াজ আমদানি হয়েছে ভারত থেকে।
তবে আজ পর্যন্ত যেসব পেঁয়াজ বাংলাদেশে এসেছে, সেগুলোর এলসি হয়েছে আগের নিয়মে। অর্থাৎ, এসব পেঁয়াজে কোনো বাড়তি শুল্ক নেই।
ভারতের বাজারে পেঁয়াজের দাম যেন হঠাৎ বেড়ে না যায়, এর জন্য দেশটি এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
আমদানিকারক প্রতিষ্ঠান জান্নাত এন্টারপ্রাইজের মালিক আল মামুন জানান, ভারত থেকে প্রতিকেজি পেঁয়াজ ৩৮ থেকে ৪৬ টাকায় আমদানি করা হতো, যা শুল্ক আরোপের পর বেড়ে ৫৩ থেকে ৬৫ টাকা পর্যন্ত হতে পারে।
Comments