ঢাকায় চালু হচ্ছে নাইকির বিক্রয়কেন্দ্র

রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে নাইকি এক্সপেরিয়েন্স স্টোর খুলতে যাচ্ছে ডিবিএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডিবিএল লাইফস্টাইলস।

এর আগে ২০১৯ সালে বাংলাদেশে পুমা চালু করেছিল ডিবিএল লাইফস্টাইলস। 

নাইকি এক্সপেরিয়েন্স স্টোরে এক ছাদের নিচে নাইকির জুতা, পোশাক ও অ্যাকসেজসোরিজ পাওয়া যাবে।

আসন্ন ডিবিএল লাইফস্টাইলস স্টোরে নাইকি স্পোর্টস, নাইকি গলফ, নাইকি সুইম এবং অন্যান্য স্পোর্টস লাইফস্টাইল পণ্য থাকবে।

আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে সংযুক্ত হয়ে ডিবিএল গ্রুপ দক্ষতার সঙ্গে নিরবচ্ছিন্ন কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করে আসছে বিগত চার বছর ধরে। ডিবিএল লাইফস্টাইলসের নতুন স্টোরের লক্ষ্য ভোক্তাদের আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য ব্যবহারের সুযোগ করে দেওয়ার মাধ্যমে স্পোর্টসওয়্যার পণ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটানো।

Comments

The Daily Star  | English
 Al Bakhera killings Al Bakhera killings

MV Al Bakhera killings: Water transport workers go on strike

Water transport workers has started an indefinite strike from midnight

15m ago