আন্তর্জাতিক বাজার ধরতে জামদানি নিয়ে কাজ করছে বিজিএমইএ

বিজিএমইএ, জামদানি, বাণিজ্য মন্ত্রণালয়, বিশ্ব বাণিজ্য সংস্থা,
ঢাকার বিজিএমইএ কমপ্লেক্সে জামদানি দিয়ে তৈরি পোশাক প্রদর্শন। ছবি: রেফায়েত উল্লাহ মীরধা

আন্তর্জাতিক বাজারে ভালো দাম পেতে দেশীয় হেরিটেজ ম্যাটেরিয়ালের (জামদানি) ফ্যাশন আইটেম তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি ও বৈশ্বিক পোশাক বাজারের ১২ শতাংশ দখলের পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে বিজিএমইএ।

এ পরিকল্পনা বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় ও বিশ্ব বাণিজ্য সংস্থার সহযোগিতায় ১৬০ জন শিক্ষার্থী, তাঁতি ও জামদানি করিগরকে প্রশিক্ষণ দিয়েছে সংগঠনটি।

বিজিএমইএ'র সভাপতি ফারুক হাসান বলেন, 'প্রশিক্ষণ নেওয়া এই ১৬০ জন পোশাকে স্থানীয় মোটিফসহ নতুন নকশা তৈরি করতে পারবে। আমরা আশা করছি, দেশীয় পোশাক নির্মাতারা জামদানি কাপড় দিয়ে উচ্চমানের পোশাক উৎপাদন শুরু করবে।'

আজ বুধবার রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে এসব বলেন তিনি।

ঢাকার বিজিএমইএ কমপ্লেক্সে জামদানি দিয়ে তৈরি পোশাক প্রদর্শন। ছবি: রেফায়েত উল্লাহ মীরধা

Comments

The Daily Star  | English

Depositors leave troubled banks for stronger rivals

Depositors, in times of financial uncertainty, usually move their money away from troubled banks to institutions with stronger balance sheets. That is exactly what unfolded in 2024, when 11 banks collectively lost Tk 23,700 crore in deposits.

10h ago