আগামীকাল থেকে পেঁয়াজ আমদানির অনুমতি
আগামীকাল সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পেঁয়াজের দাম বেড়ে প্রায় ৮০ টাকা হওয়ায়, পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
Comments