২৪ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান

উপস্থাপনায় পূর্ণিমা-চঞ্চল চৌধুরী

purnima and chanchal chowdhury
চিত্রতারকা পূর্ণিমা ও চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় চিত্রতারকা পূর্ণিমা ও চঞ্চল চৌধুরী।

শিল্পী সমিতির একটি ঘনিষ্ঠ সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

এবারের জাতীয় পুরষ্কার ২৫টি বিভাগে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের প্রদান করা হবে।

চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য শিল্পীদের হাতে বরাবরের মতো পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনজুরুর রহমান।

এ বছরের আয়োজনে আজীবন সম্মাননা (যুগ্মভাবে) পাচ্ছেন অভিনেত্রী শাবানা ও কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান। শ্রেষ্ঠ অভিনেতা (যুগ্মভাবে) হয়েছেন শাকিব খান (আরো ভালোবাসব তোমায়) ও মাহফুজ আহমেদ (জিরো ডিগ্রি)। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন জয়া আহসান (জিরো ডিগ্রি)।

এ বছর সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক পুরস্কার জিতেছে রিয়াজুল রিজু পরিচালিত সিনেমা “বাপজানের বায়স্কোপ”।

Comments

The Daily Star  | English

Students block Mirpur Road demanding merit-based admissions

Students of Mohammadpur Residential School and College took to the street, causing gridlock on both sides of the road

1h ago