‘ওরা ১১ জন’ সিনেমার শিল্পী কুশলীদের সংবর্ধনা, থাকছেন না শাবানা

Ora Agaro Jon

চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আজ দুপুরে চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা “ওরা ১১ জন”- এর শিল্পী ও কলাকুশলীদের সংবর্ধনা দেওয়া হবে এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন মিলনায়তনে।

সেই অনুষ্ঠানে থাকার সম্ভাবনা রয়েছে অভিনেতা রাজ্জাক, খসরু, হাসান ইমাম, নূতনসহ আরও অন্যান্য শিল্পী ও কলাকুশলীদের। তবে দীর্ঘদিন প্রবাসী অভিনেত্রী শাবানা থাকার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত  তিনি থাকছেন না।

১৯৭২ সালে মুক্তি পাওয়া “ওরা ১১ জন” সিনেমায় অভিনয় করেছেন খসরু, রাজ্জাক, শাবানা, নূতন, হাসান ইমাম, সুমিতা দেবী, খলিল, মিরানা জামানসহ আরও অনেকে। সংবর্ধনা শেষে “ওরা ১১ জন” ছবিটি প্রদর্শিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বাংলাদেশের কালজয়ী সিনেমাগুলো আবার নতুনদের সামনে তুলে ধরতে চাই। এসব সিনেমায় অভিনয়শিল্পী ও কলাকুশলী যাঁরা আমাদের মাঝে এখনো রয়েছেন, তাঁদের স্মরণ ও সম্মান করা আমাদের উদ্দেশ্য। এর আগে ‘জীবন থেকে নেয়া’ ছবিটি নিয়ে অনুষ্ঠান করেছি। এবার ‘ওরা ১১ জন’ নিয়ে করছি।”

Comments

The Daily Star  | English
Bangladesh's 8 mega projects cost $7.5b more for graft, delay

Taskforce report: 8 mega projects cost $7.5b more for graft, delay

The initially estimated costs of these projects were $11.2 billion in total

12h ago