রবীন্দ্রনাথ, নজরুলের গানে বর্ষবরণের আবাহন

শিল্পী দীপ্র নিশান্তের পরিবেশনা। ছবি: মামুনুর রশীদ/স্টার

পঞ্জিকার পাতা অনুসারে আজ শনিবার চৈত্রের ২৯তম দিবস। আগামীকাল রোববার চৈত্র সংক্রান্তি। অর্থাৎ বাংলা নতুন বছরের প্রথম দিন পয়লা বৈশাখ আসতে আরও এক দিন বাকি। তার আগেই রবীন্দ্রনাথ ও নজরুলের গানে বর্ষবরণের আবাহন জানালো বেঙ্গল ফাউন্ডেশন।

আজ রাজধানীর ধানমন্ডিতে বেঙ্গল শিল্পালয়ে 'নব আলোয় ১৪৩২' শীর্ষক এই সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা নতুন বর্ষকে বরণ করে নিতে একই শিরোনামে গতকাল এখানে ছিল শাস্ত্রীয় ও যন্ত্রসংগীতের আয়োজন।

বেঙ্গল শিল্পালয়ের অষ্টম তলায় মিলনায়নতভর্তি দর্শকের সামনে এদিন রবীন্দ্রনাথের গান পরিবেশন করেন শিল্পী দীপ্র নিশান্ত। নজরুলের গান গেয়ে শোনান মিরাজুল জান্নাত সোনিয়া।

নজরুলসংগীত গাইছেন মিরাজুল জান্নাত সোনিয়া। ছবি: স্টার

অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে তাদের এই উদ্যোগকে অভিহিত করা হয় 'নতুন বছরের নিবেদন' হিসেবে। এক পর্যায়ে মিলনায়তনের ভেতরে আসন না পেয়ে অনেক শ্রোতা-দর্শককে বাইরে অবস্থান নিতে দেখা যায়। সেখানে টিভি পর্দায় অনুষ্ঠান দেখার ব্যবস্থা ছিল।

প্রথমে রবীন্দ্রসংগীত গেয়ে শোনান দীপ্র নিশান্ত। তার পরিবেশিত গানগুলোর ভেতর ছিল 'অনেক দিনের মনের মানুষ', 'বেদনায় ভরে গিয়েছে পেয়ালা', স্বদেশপর্বের সম্প্রীতির গান 'একবার তোরা মা বলিয়া ডাক', 'তোমায় নতুন করে পাব বলে' এবং 'ওই পোহাইল তিমির রাতি'।

গানের মাঝে দীপ্র স্মরণ করেন বাঙালি সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা, ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও সদ্যপ্রয়াত সভাপতি সন‌্জীদা খাতুনকে।

পরের পর্বে নজরুলের কাব্যগীতি, ঠুংরি, প্রেম ও গজল ঘরানার গান দিয়ে দর্শকের মুগ্ধতা কাড়েন মিরাজুল জান্নাত সোনিয়া। তিনি গেয়ে শোনান 'মেঘ-বিহীন খর-বৈশাখে/তৃষায় কাতর চাতকী ডাকে', 'দীপ নিভিয়াছে ঝড়ে জেগে আছে মোর আঁখি', 'না মিটিতে সাধ মোর নিশি পোহায়', 'মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা', 'তোমার বুকের ফুলদানিতে'।

অনুষ্ঠানের সূচনা পর্ব। ছবি: স্টার

এই দুই শিল্পীর ভেতর দীপ্র নিশান্তের সংগীতশিক্ষা শুরু ছায়ানটে; ২০১০ সালে। ২০১৪ সাল থেকে তিনি গুরু অসিত দে'র কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নিচ্ছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যয়নরত দীপ্র ২০২৩ সালে ছায়ানটে রবীন্দ্রসংগীত বিভাগে শিক্ষক হিসেবে যুক্ত হন।

আর মিরাজুল জান্নাত সোনিয়া বিটিভি, বেতার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী। বর্তমানে বেঙ্গল পরম্পরা সংগীতালয়ে পণ্ডিত উলহাস কাশালকারের তত্ত্বাবধানে খেয়ালে তালিম নিচ্ছেন। তিনি বুলবুল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, বাংলাদেশ নজরুল সংগীত সংস্থা ও ছায়ানটের সংগীত প্রশিক্ষক।

এর আগে গতকাল শুক্রবার আয়োজনের প্রথম দিন সন্ধ্যায় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা দলীয় ধ্রুপদ, খেয়াল ও আবৃত্তি পরিবেশনার পাশাপাশি যুগল সরোদ এবং পাখোয়াজ বাদনে অংশ নেন।

Comments

The Daily Star  | English

25 arrested so far in connection with Gopalganj violence: home adviser

"The agencies had information, but not about the extent of the violence"

12m ago