‘রামসে হান্ট সিনড্রোমে’ আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত জাস্টিন বিবার

জাস্টিন বিবার। ছবি: ভিডিও থেকে নেওয়া

চলতি সপ্তাহে কয়েকটি শো বাতিলের পর জনপ্রিয় গায়ক জাস্টিন বিবার জানিয়েছেন যে তিনি মুখের পক্ষাঘাতে ভুগছেন।   

আজ শনিবার বিবিসি জানায়, রামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত হওয়ার কারণে এমন অবস্থা হয়েছে বলে এক ইনস্টাগ্রাম ভিডিওতে জানিয়েছেন ২৮ বছর বয়সী এই গায়ক।

বিবার বলেন, 'যেমন আপনি দেখতে পাচ্ছেন যে, এই চোখটি খুলছে না। আমি আমার মুখমণ্ডলের এই পাশ দিয়ে হাসতেও পারছি না... আমার মুখের এই অংশ সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে আছে।'

 

চিকিৎসা বিশেষজ্ঞরা জানান, রামসে হান্ট সিনড্রোম এক ধরনের স্নায়ুরোগ। এর ফলে মুখ এবং কানের স্নায়ুর ক্ষতি হয়। এ রোগে আক্রান্ত হলে মুখের পক্ষাঘাতের পাশাপাশি শ্রবণশক্তিও চলে যেতে পারে।

গত ফেব্রুয়ারিতে 'জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর' শুরু করেছিলেন বিবার। তবে চলতি সপ্তাহের শুরুতে সেই ট্যুরের ৩টি শো স্থগিত করা হয়।

কানাডায় জন্ম নেওয়া এই গায়ক ইনস্টাগ্রাম ভিডিওতে নিজের মুখমণ্ডলের ডান অংশকে নির্দেশ করে বলেন, 'আমার কান ও মুখের স্নায়ুতে ভাইরাস সংক্রমণের ফলে মুখের ডান পাশটি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে।'

সেসময় বিবার দর্শকদের ধৈর্য ধরতে বলেন এবং জানান যে, আগামীতে অনুষ্ঠিতব্য শো-গুলোতে অংশ নিতে তিনি শারীরিকভাবে সক্ষম নন।

ভিডিওতে বিবার হাসতে ও পলক ফেলার চেষ্টা করেন। মুখের ডান দিকটি যে কোনোভাবেই নাড়াতে পারছেন না, সেটিও নিজের ২৪০ মিলিয়ন অনুসারীকে দেখানোর চেষ্টা করেছেন।

তবে চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে আবার শ্রোতাদের মাতাতে আসবেন বলে জানিয়েছেন বিবার। এজন্য প্রচুর বিশ্রাম নেওয়ার পাশাপাশি মুখের কসরত করছেন তিনি।

তবে পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে, তা জানেন না বলে জানান এই সংগীত শিল্পী। 

Comments

The Daily Star  | English

ACC to investigate irregularities in 11th National Election

A five-member team has been formed to investigate these allegations

25m ago