ভিডিও: ‘ইচ্ছে নদী’র অনুরাগ বেপরোয়া গাড়ি চালানোর মূল্য দিলেন
বান্ধবী মুম্বাইয়ের জনপ্রিয় মডেল তারকা সোনিকা সিং চৌহানকে নিয়ে ভোর রাতের অন্ধকার কেটে উচ্চ গতিতে গাড়ি চালাচ্ছিলেন ভারতের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের (স্টার জলসা) মেগা ধারাবাহিক “ইচ্ছে নদী”-র “অনুরাগ” চরিত্রের অভিনেতা বিক্রম চ্যাটার্জি।
“বেডরুম”, “এলার চার অধ্যায়”, “আমি আর আমার গার্লফ্রেন্ডস”–এর মতো ছবিতে অভিনয়ের সুবাদে টালিগঞ্জেও ব্যাপক পরিচিতি পান পঁয়ত্রিশ বছর বয়স্ক এ অভিনেতা।
শনিবার ভোরে কলকাতার রাসবিহারী রোডের কাছে লেক মলের সামনে গাড়ির নিয়ন্ত্রণ হারান অভিনেতা-চালক। গাড়ি গিয়ে ধাক্কা খায় ডিভাইডারে। সেখান থেকে গিয়ে পড়ে একটি সোনার দোকানের শাটারে। এতেই গাড়ি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় বান্ধবী সোনিকা নিহত হোন এবং বিক্রমও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই দুর্ঘটনার খবর কিছুটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল সারাদিন। তবে দিনের মধ্যাংশে এসে ছোটপর্দার আলোচিত অভিনেতা বিক্রমের গাড়ি দুর্ঘটনার খবর প্রকাশ্যেই চলে আসে। প্রশ্ন উঠে তাঁর বেপরোয়া গাড়ি চালানো নিয়েও।
পশ্চিমবঙ্গের গণমাধ্যম জানায়, বিক্রম চ্যাটার্জি জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামের প্রাক্তন প্রেমিক। তাঁদের মধ্যে সম্পর্ক চুকে যাওয়ায় নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন বিক্রম। নতুন সম্পর্ককে অক্সিজেন দিতেই রাতের পার্টিতে নিয়ে গিয়েছিলেন মডেল তারকা সোনিকা সিং চৌহানকে। সোনিকার পরিবার থেকেও বিক্রমের বেপরোয়া গাড়ি চালানোর বিষয়ে অভিযোগ তোলা হচ্ছে।
কলকাতার পুলিশ জানায়, বিক্রম রাতের পার্টি শেষ করে বান্ধবীকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন গাড়ি চালিয়ে। রাসবিহারী মোড়ের কাছে লেক মলের সামনে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। ডিভাইডার অতিক্রম করে একটি সোনার দোকানের সামনে গিয়ে উল্টে যায় গাড়িটি। দুমড়েমুচড়ে যায় গাড়ির সামনের অংশ। ওই সময় প্রাতঃ ভ্রমণে বের হওয়া স্থানীয়রাই দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং রুবি হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই মারা যান মডেল সোনিকা।
প্রায় তিন ঘণ্টা প্রাথমিক চিকিৎসা নিয়ে বিক্রমও বাড়ি ফেরেন। তবে দুপুরের পর আবার শারীরিক অবস্থার অবনতি হওয়ার তাঁকে ভর্তি করা হয় সেখানে।
রুবি হাসপাতালের চিকিৎসক অতুল সাহা জানান, “বিক্রমের মাথায় পাঁচটি সেলাই পড়েছে। বিকালে তাঁর সিটি স্ক্যানও করা হয়েছে।” বিক্রমের অবস্থা আপাতত স্থিতিশীল বলেও জানিয়েছেন ওই চিকিৎসক।
এদিকে খবর পেয়ে অভিনেতা দেব এবং অঙ্কুষসহ অনেক অভিনেতা-অভিনেত্রী হাসপাতালে গিয়ে অনুরাগ ওরফে বিক্রম চ্যাটার্জির খোঁজ নেন।
Comments