৩ ভাষায় মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’
তিনটি ভাষায় তৈরি করা হচ্ছে স্বনামধন্য ইরানি চিত্রনির্মাতা মাজিদ মাজিদির “বিয়ন্ড দ্য ক্লাউড”।
আলাদা করে তিনটি ভাষায় শুটিং এবং ডাবিং করা ছাড়াও এই ভাষাগুলো ব্যবহার করা হবে ছবিটির চিত্রনাট্যে। অভিনয়শিল্পীদের মুখে থাকবে ইংরেজি, হিন্দি এবং তামিল ভাষা।
জি স্টুডিও এবং আইক্যানডি ফিল্মস প্রযোজিত মাজিদির এই চলচ্চিত্রটি একজন ভাই ও বোনের সম্পর্ককে কেন্দ্র করে গড়ে তোলা হবে।
প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এক বার্তায় বলা হয়, তিনটি ভাষায় তৈরি হতে যাওয়া ভারতীয় প্রেক্ষাপটের ছবি “বিয়ন্ড দ্য ক্লাউড”-এ অভিনয় করবেন ভারতের ঈশান খাত্তার এবং মালাবিকা মোহানান।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
Comments