‘হিন্দি স্পাইডার-ম্যান’ টাইগারকে নিয়ে যা বললেন টম হল্যান্ড
হলিউডের সুপার হিরো-ভিত্তিক “স্পাইডার-ম্যান: হোমকামিং” ছবিটি মুক্তি পাবে ৭ জুলাই। কিন্তু এরই মধ্যে করা হচ্ছে ছবিটির হিন্দি ডাবিংয়ের কাজ। এতে ছবিটির মূল নায়ক টম হল্যান্ডের কণ্ঠে কণ্ঠ মেলাবেন টাইগার শ্রফ।
২১ বছর বয়সী এই ইংলিশ অভিনেতা তাঁর ছবির হিন্দি ডাবিংয়ের খবরে বেশ আনন্দিত। আরও খুশি হয়েছেন “হিরোপানতি”-ছবির নায়কের কণ্ঠ দেওয়ার খবরে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হল্যান্ড বলেন, “আমি আনন্দিত এ কারণে যে একজন প্রতিভাবান অভিনেতা ‘স্পাইডার-ম্যান’ ছবির হিন্দি ডাবিংয়ে আমার কণ্ঠ দিবেন।”
এর আগে টমকে দেখানো হয়েছিলো টাইগারের প্রথম ছবি “হিরোপানতি”-র “হুইসেল বাজা” গানের ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ যেখানে টাইগারের নাচের দৃশ্য ছিলো।
“হিন্দি স্পাইডার-ম্যান” টাইগারের নাচ দেখে মুগ্ধতাও প্রকাশ করেন টম হল্যান্ড। বলেন, “টাইগার চমৎকার নাচতে পারেন। চমৎকার! আমার বিশ্বাস তিনি একজন প্রকৃত নৃত্যশিল্পী।”
এদিকে, ছবিটির ডাবিংয়ের কাজে নিয়ে এই টুইটার বার্তায় টাইগার বলেন, “ডাবিংয়ের মতো একটি চ্যালেঞ্জিং কাজ করতে হচ্ছে। ভিন্ন পরিবেশ, ভিন্ন অভিব্যক্তি। কিন্তু, এই চরিত্রটির জন্যে কাজ করে অনেক আনন্দ পেয়েছি।”
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
Comments