সিরিয়ার শরণার্থী শিশুদের পাশে প্রিয়াঙ্কা চোপড়া

Priyanka Chopra with Syrian refugees
জর্ডানে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থী শিশুদের সঙ্গে সময় কাটাচ্ছেন ইউনিসেফের শুভেচ্ছা দূত ও ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: ইনস্টাগ্রাম

ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন অবস্থান করছেন জর্ডানের রাজধানী আম্মানে। সে দেশে আশ্রয় নেওয়া সংঘাতের শিকার সিরীয় শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।

প্রিয়াঙ্কার একটি ভিডিও পোস্টে দেখা যায়, তিনি ফাদি নামের সাত বছর বয়সী একজন সিরীয় বালকের কাছ থেকে আরবিতে তাঁর নাম লেখা শিখছেন এবং ছেলেটিকে ইংরেজিতে তার নাম লেখা শিখাচ্ছেন।

অপর এক পোস্টে তিনি লিখেন, “একটি ক্লাস ভর্তি ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, শিক্ষক। আমি খুবই মর্মাহত এটি দেখে যে এই শরণার্থী শিশুরা তাদের আসল স্কুল থেকে বঞ্চিত হচ্ছে। এরা কিভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করবে? তাদের স্বপ্ন, আশা নিয়ে এমন বাস্তবতায় কোথায় দাঁড়াবে তারা? জর্ডানের সরকার স্কুলে নৈশ ক্লাস শুরু করেছে এবং ২০০ নতুন স্কুল করেছে ১ লাখ ১২ হাজার শরণার্থীদের জন্যে। এটি মোটেও যথেষ্ট নয়। সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।”

উল্লেখ্য, “মুঝসে শাদি কারোগি”-খ্যাত প্রিয়াঙ্কাকে ২০১৬ সালে ইউনিসেফের শুভেচ্ছা দূত করা হয়।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Comments

The Daily Star  | English

Ship from Karachi port: What was in the cargo?

Most of the cargo that arrived from Karachi contained industrial raw materials, including soda ash, dolomite, limestone, chemicals, onion, fabrics and potatoes

7h ago