সনু নিগমের ‘আজান’ টুইটকে ভারতের হাইকোর্টের সমর্থন
মাইকে আজান দেওয়া নিয়ে বলিউডের প্লেব্যাক গায়ক সনু নিগমের টুইটের বিরোধিতা করে দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের হাইকোর্ট।
আজ টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, হাইকোর্টের বক্তব্য: “আজান দেওয়া নামাজের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু মাইকের সঙ্গে এর কোন সম্পর্ক নেই।”
সম্প্রতি, মাইকে উচ্চস্বরে আজান দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মন্তব্য করায় সনু নিগম তীব্র বিতর্কের মধ্যে পড়েন। সেই প্রেক্ষাপটে, আস মোহাম্মদ নামের এক ব্যক্তি পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের হাইকোর্টে সনুর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার জন্যে আবেদন করেন।
জবাবে হাইকোর্ট বলেন, সনু নিগমের টুইটগুলোতে আজানের বিরোধিতা করা হয়নি। এতে মাইক ব্যবহারের বিষয়ে কথা বলা হয়েছে।
Comments