শাহরুখের নতুন ছবি নিয়ে জটিলতা

প্রতিবার শাহরুখ খানের সিনেমা বাজারে আসা মানেই সিনেমার প্রমোশনে নতুন কোন পন্থা সবার সামনে আসা। খুব শীঘ্রই “জব হ্যারি মেট সেজাল” নিয়ে পর্দা মাতাবেন কিং খান।

প্রমোশনের জন্য এবার সিনেমার মূল ট্রেইলার প্রকাশের আগে তিনি প্রকাশ করছেন মিনি ট্রেইলার। এরই মধ্যে পাঁচটি মিনি ট্রেইলার প্রকাশিত হয়েছে, যার প্রতিটি হয়েছে দর্শক নন্দিত।

ইমতিয়াজ আলি পরিচালিত এবং শাহরুখ পত্নী গৌরী খান প্রযোজিত এই সিনেমা অবশ্য এরই মধ্যে সেন্সরের তোপে পরে গেছে। দ্বিতীয় মিনি ট্রেইলারে অনুশকাকে বলতে শোনা যায় “ইন্টারকোর্স” শব্দটি। আর এটা নিয়েই ঘোর আপত্তি ভারতীয় সেন্সর বোর্ডের প্রধান পেহলাজ নিহালনি। তিনি ঘোষণাও দিয়ে ফেলেছেন যে, “ইন্টারকোর্স শব্দটি বাদ দিলে তবেই মুক্তির ছাড়পত্র পাবে ‘জব হ্যারি মেট সেজল’ ছবিটি।”

আর এই মন্তব্য করে এখন ফেসবুক আর টুইটারে দর্শকদের বেজায় তোপের মুখে পরে গেছেন খোদ নিহালনি।

সিনেমাটিতে “ইন্টারকোর্স” শব্দটি রাখা না রাখা নিয়ে নিহালনি গত ২৩ জুন আয়োজন করেছিলেন ভোটের। সেখানে সাধারণ মানুষ এ বিষয়ে ভোট দেন। ঘটনাটি শুনতে আজব শোনালেও তিনি তা ঘটিয়েছেন। শব্দটির পক্ষে অন্তত এক লাখ ভোট না পড়লে এটি সিনেমায় রাখতে দেবেন না বলে ভোটের যে আয়োজন তিনি করেছিলেন এক সপ্তাহের ব্যবধানে তা তাঁরই বিপক্ষে যায়। এখন দেখার অপেক্ষা কোন দিকে যায় নিহালনির রায়।

“জব হ্যারি মেট সেজল”-এর পক্ষ থেকে নিহালনির এমন কাণ্ডের তেমন কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি। শুধু শাহরুখ বলেছেন, “শীঘ্রই পূর্ণ ট্রেইলার এবং পূর্ণ সিনেমা সেন্সরের জন্য পাঠানো হবে। আশা করি, পেহলাজ নিহালনি পুরো সিনেমাটি দেখলে বুঝতে পারবেন ‘ইন্টারকোর্স’ শব্দটি ব্যবহারের কারণ। তারপর, হয়তো তাঁর এই আপত্তি থাকবে না।”

আরও পড়ুন: অভিনেত্রী মৌসুমীর পদত্যাগ

“রাব নে বানা দি জোড়ি” সিনেমাতে অভিষেক হয় অনুশকা শর্মার। বিপরীতে ছিলেন শাহরুখ। সেই জুটিরই তৃতীয় সিনেমা “জব হারি মেট সেজাল”। পাঞ্জাবি হ্যারি এবং গুজরাতি সেজলকে দর্শকদের সামনে পরিচিত করতে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ছোট ছোট ট্রেইলার প্রকাশ করছে। তাঁদের মধ্যকার ছোট ছোট গল্প উঠে আসছে সেখানে।

আগামী ৪ আগস্ট মুক্তি পাবে “জব হ্যারি মেট সেজল”।

Comments

The Daily Star  | English

Students block Mirpur Road demanding merit-based admissions

Students of Mohammadpur Residential School and College took to the street, causing gridlock on both sides of the road

52m ago