মুম্বাইয়ের এক ঝাঁক তারকার বাড়িতে আয়কর দফতরের নোটিশ
বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অজয় দেবগন ছাড়াও প্রায় ডজন খানেক অভিনেতা-অভিনেত্রীকে আয়কর দফতর থেকে নোটিশ পাঠিয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।
রবিবার (২৩ জুলাই) মুম্বাই, দিল্লি ও কলকাতা থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব গোয়েন্দা বিভাগ ইনফোর্সম্যান্ট ডিরেক্টরেট (ই.ডি)-এর পাওয়া নোটিশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোন উত্তর দিচ্ছেন না সংশ্লিষ্ট অভিনেতা-অভিনেত্রীরা।
সাংবাদিকরা অভিযুক্ত প্রত্যেকের মোবাইল ফোনে এসএমএম করে নোটিশ পাওয়ার সত্যতা নিয়েও প্রশ্ন করেন কিন্তু কারো কোনও উত্তর মেলেনি। কেন্দ্রীয় অর্থ দফতরের দায়িত্বশীল সূত্রের উদ্ধৃতি দিয়ে কলকাতার দৈনিক “সংবাদ প্রতিদিন” জানিয়েছে, অমিতাভ বচ্চনের পরিবারের চার সদস্য ছাড়াও শাহরুখ খান, তাঁর স্ত্রী গৌরি খানসহ অজয় দেবগনকেও সম্প্রতি ই.ডি নোটিশ পাঠিয়েছে।
অমিতাভ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে রয়েছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা আইন লঙ্ঘনের অভিযোগ। অর্থাৎ, বচ্চন পরিবার অবৈধভাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেমিট্যান্স স্কিমের সুবিধা নিচ্ছেন। বেশ কয়েক বছর ধরে বচ্চন পরিবারের সদস্যরা বিদেশ সফরে তাঁদের বৈদেশিক মুদ্রার হিসাব নয়-ছয় করছেন বলেও মনে করছেন গোয়েন্দারা।
এদিকে, শাহরুখ খানের বিরুদ্ধে অভিযোগ কেকেআরের শেয়ার বিদেশে ন্যূনতম দামে বিক্রি করার। এর আগেও বেশ কয়েকবার শাহরুখ খানকে ই.ডির পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু, অভিনয় ও প্রচারের কাজে ব্যস্ত থাকায় গোয়েন্দাদের সামনে যাননি কিং খান। তাই এবার ২৩ আগস্টের মধ্যে অবশ্য সশরীরে ই.ডি-র দফতরে হাজির হওয়ার নোটিশ পাঠায় ই.ডি-র গোয়েন্দারা।
ভারতের গণমাধ্যমের খবর আরও বলা হয়েছে, শাহরুখ ও গৌরী গানের বিরুদ্ধে জুহি চাওলা এবং তাঁর স্বামী জয় মেহতার সংস্থার কাছে কম দামে শেয়ার বিক্রির অভিযোগও রয়েছে। গোটা বিষয়ে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে তথ্য-প্রমাণও রয়েছে বলে জানা যায়।
Comments