বিজ্ঞাপন করতে সাবধান, মামলা খেলেন শাহরুখ
খ্যাতিমান তারকাদের দিয়ে পণ্যের বিজ্ঞাপন করানোর তাগিদ থাকে পণ্য প্রস্তুতকারীদের। কেননা, এতে সহজেই আকৃষ্ট করা যায় ক্রেতাদের দৃষ্টি। তবে বুঝে-শুনে বিজ্ঞাপন না করলে ফেঁসে যেতে পারেন যে কোনো মডেল-তারকা। তেমনটিই হয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ক্ষেত্রে।
সম্প্রতি, ভারতের ভূপাল শহরে রাজকুমার পাণ্ডে নামের এক ব্যক্তি কিং খানের করা বিজ্ঞাপন দেখে সেই কোম্পানির একটি শেভিং ক্রিম কিনেন। বিজ্ঞাপনে শাহরুখ একে “ভারতে এক নম্বর” বলে উল্লেখ করেছিলেন।
তবে ক্রিমটি ব্যবহারের পর সেই ব্যক্তির মুখে র্যাশ ওঠায় তিনি কনজুমার কোর্টে মামলা ঠুকে দেন “দিওয়ানা”-র নায়কের বিরুদ্ধে। শুনানি শেষে বিচারক আইনি নোটিশ পাঠিয়ে দেন পণ্যটির নির্মাতা, স্থানীয় বিক্রেতা, মধ্যপ্রদেশ রাজ্যের খাদ্য ও ওষুধ বিভাগ এবং পণ্যের মডেল শাহরুখের নামে, খবর হিন্দুস্তান টাইমসের।
এদিকে, টাইমস অব ইন্ডিয়া এক খবরে প্রকাশ করেছে বলিউডের কোন কোন তারকা ফিরিয়ে দিয়েছেন কোটি টাকার বিজ্ঞাপনের প্রস্তাব।
খবরে প্রকাশ, রণবীর কাপুর একটি “ত্বক ফর্সা করা” ক্রিমের বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পেয়ে তা ফিরিয়ে দেন। কারণ, তিনি মনে করেন এটি বর্ণ-বৈষম্যের প্রতীক।
একই কারণে কঙ্গনা রনৌত এ ধরণের ক্রিমের বিজ্ঞাপনে কাজ করতে অস্বীকৃতি জানান। কথিত আছে এর জন্যে তাঁকে দুই কোটি রুপি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এ নিয়ে কঙ্গনার ভাষ্য, “ছোটবেলা থেকেই আমি সৌন্দর্য বৃদ্ধি করার ধারণাটি বুঝতে পারি না। বিশেষ করে আমি যখন একজন তারকা, তরুণ প্রজন্মের কাছে আমি কি উদাহরণ তৈরি করছি? এই প্রস্তাব ছেড়ে দেওয়ায় আমার ভেতরে কোনরকম আফসোস নেই। একজন তারকা হিসেবে আমারও তো কিছু দায়িত্ব রয়েছে।”
বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার এমন তালিকায় আরও রয়েছে অভিনয় তারকা রণদীপ হুদা, স্বরা ভাস্কর এবং ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী কালকি কোয়েচলিনসহ আরও অনেকের নাম।
Comments