‘বাহুবলি’-র তামান্না ভাটিয়া পেলেন সম্মানসূচক ডক্টরেট
ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া তাঁর সাফল্যের তালিকায় এবার যোগ করলেন বিশেষ কিছু। এখন তিনি ড. তামান্না ভাটিয়া। কনফেডারেশন অব ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিশন কমিশন (সিআইএসি) তাঁকে এই সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।
এমন সম্মানে ভূষিত হয়ে রোমাঞ্চিত তামান্না ফেসবুকে লিখেন, “সিআইএসি (কনফেডারেশন অব ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিশন কমিশন) থেকে ডক্টরেট পাওয়ায় নিজেকে সম্মানিত মনে করছি। আপনাদের শুভ কামনার জন্য ধন্যবাদ। আমাকে যে সম্মান দেওয়া হলো তা রক্ষা করতে আমি সর্বাত্মক চেষ্টা করব।”
ভারতের দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। তাঁর উল্লেখযোগ্য বেশ কিছু সিনেমা থাকলেও সারা দুনিয়ায় পরিচিতি পেয়েছেন “বাহুবলি”-র কারণে। অর্ধশত তামিল ও তেলেগু সিনেমার পাশাপাশি তিনি অভিনয় করেছেন “হিম্মতওয়ালা”, “হামসকল”, “এন্টারটেইনমেন্ট”-সহ বেশ কয়েকটি হিন্দি সিনেমাতেও।
আরও পড়ুন: বলিউডে আবারও ছোট চরিত্রে প্রভাস
খুব শীঘ্রই আসছে তাঁর হিন্দি সিনেমা “খামোশি”। এখানে একটি ছোট চরিত্রে থাকছেন “বাহুবলি” নিজেও।
Comments