বাথরুমে বসে কাঁদেন শাহরুখ!

shahrukh khan
অভিনেতা শাহরুখ খান। ছবি: এপি

বলিউড বাদশাহ শাহরুখ খান এসেছিলেন সান ফ্রান্সিসকো শহরে। এখানে তিনি এসেছিলেন শহরটির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে। উৎসবের আয়োজকেরা তাঁকে ডেকেছিলেন সম্মাননা জানাতে।

এখানে এসে “দিলওয়ালে”-র এই অভিনেতা বলিউডে তাঁর ক্যারিয়ার নিয়ে অনেক কথা বলেন চলচ্চিত্র পরিচালক ব্রেট রাটনারকে। তাঁর ভাষায়, “শাহরুখ হচ্ছেন বিশ্বের সবচেয়ে স্বীকৃত চলচ্চিত্র ব্যক্তিত্বদের একজন”।

“কুচ কুচ হোতা হ্যায়”-এর এই নায়কের সাফল্যের ইতিহাসের পাশাপাশি রয়েছে ব্যর্থতার গল্পও। “বক্স অফিসে নিজের সিনেমা সাফল্যের মুখ না দেখলে বাথরুমে বসে কাঁদি,” কিং খানের সহজ সরল স্বীকারোক্তি।

আর সবার মতোই সাফল্য-ব্যর্থতা নিয়ে নিজস্ব এক ধরণের ভাবনা রয়েছে শাহরুখের। তিনি মনে করেন, এ দুটোই ক্ষণিকের অতিথি। “তাই সবার উচিত বাস্তববাদী হওয়া, কঠোর পরিশ্রম করে যাওয়া।”

সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শাহরুখের “মাই নেম ইজ খান” ছবিটি দেখানো হয়েছিলো।

 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Comments

The Daily Star  | English

Corruption still a significant obstacle to doing business in Bangladesh: CPD 

Around 17% of businesses identified corruption as biggest challenge, according to a CPD survey 

1h ago