পদ্মাবতীতে কোন আপত্তিকর দৃশ্য নেই: সঞ্জয় লীলা বানসালি
‘পদ্মাবতী’ সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে বলা হয়েছে যে, এতে রানী পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজীকে নিয়ে কোন অলিক দৃশ্য বা আপত্তিকর দৃশ্য নেই।
তারা পরিচালক সঞ্জয় লীলা বানসালির উপর হওয়া হামলা অযৌক্তিক বলেও দাবি করেন। আজ রবিবার দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করে।
বানসালির পক্ষে একটি অফিসিয়াল বার্তায় বলা হয়,“রাজস্থানকে ভালোবাসেন বলেই সঞ্জয় লীলা বানসালী জয়পুরে দুটি সিনেমার শুটিং করেছেন। দলের সবার নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এই শহর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এখানে দুর্বৃত্তদের হামলায় আমাদের মালামালের ক্ষতি হয়েছেএবং শুটিং চলাকালে কলা-কুশলীদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে।”
‘রাজপুত কর্ণী সেনা’ নামে এক হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা গত শুক্রবার ‘পদ্মাবতী'র শূটিং চলাকালে সেখানে হামলা চালায়। তাদের অভিযোগ, ইতিহাস ‘বিকৃত’ করে রানি পদ্মিনীকে ‘খারাপ ভাবে’ দেখানো হচ্ছে এই সিনেমাতে।
Comments