জন্মদিনের শুভ কামনায় হানসিকা

Hansika Motwani

সাকা লাকা বুম বুম নামক একটি টেলিভিশন সিরিয়ালে শিশুশিল্পী হিসাবে নিজের অভিনয় জীবন শুরু করা ভারতীয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানির আজ জন্মদিন।

বলিউডে শিশুশিল্পী হিসাবে বেশ কিছু ভালো কাজ করলেও নায়িকা হিসাবে তেমন একটি সুবিধা করতে পারেননি হানসিকা। ২০০৩ এবং ২০০৪ সালে “হাওয়া”, “কোয়ি… মিল গ্যায়”, “আবরা কা ডাবরা”, “জাগো” এবং “হাম কন হ্যায়” সিনেমায় তাঁকে শিশুশিল্পী হিসেবে দেখা যায়।

এরপর, প্রায় তিন বছরের বিরতির পর হানসিকা সিনেমায় ফেরেন। তবে এবার আর শিশুশিল্পী হিসেবে নয়। প্রধান চরিত্রে, নায়িকা হিসাবে তাঁর আগমন হয়। অনেকেই বিস্মিত হয়েছিলেন এতে। কিন্তু, তাঁদের সেই বিস্ময় আরও বাড়িয়ে দিয়ে এই নায়িকা তাঁর প্রথম সিনেমা “দেসামুদুরু”-তে দারুণ অভিনয় করে জিতে নেন ফিল্মফেয়ার (সাউথ) এর শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রীর পুরস্কার।

হিমেশ রেশমিয়ার বিপরীতে “আপ কা সুরুর” এবং গোবিন্দ-র বিপরীতে “মানি হ্যায় তো হানি হ্যায়” এর মত সুপার ফ্লপ সিনেমাতে অভিনয় করলেও তামিল এবং তেলেগু সিনেমাপাড়ায় তাঁর অবস্থান বেশ ভালো। তাঁর অভিনীত চল্লিশের বেশি সিনেমার অধিকাংশই তামিল এবং তেলেগু। কয়েকটি হিন্দি সিনেমা ছাড়াও হানসিকা অভিনয় করেছেন ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতেও এবং নতুন একটি সিনেমায় কাজ করছেন মালায়ালম সিনেমাপাড়ায়।

সম্প্রতি, তামিল সিনেমাঙ্গণে আওয়াজ উঠে, বহুল আলোচিত তামিল ছবি “সংঘমিত্র”-এর প্রধান চরিত্রে দেখা যাবে তাঁকে। এ খবরে বেশ খুশি হয়েছিলেন হানসিকার ভক্তরা। তবে ছবিটির কর্তাব্যক্তিরা এ সিদ্ধান্ত থেকে সরে এলে সব আনন্দ মাটি হয়ে যায়। তবুও, জন্মদিনে ভক্তদের শুভকামনা লাস্যময়ী এই অভিনেত্রীর প্রতি।

Comments

The Daily Star  | English

Ship from Karachi port: What was in the cargo?

Most of the cargo that arrived from Karachi contained industrial raw materials, including soda ash, dolomite, limestone, chemicals, onion, fabrics and potatoes

8h ago